
একটিও বল না খেলে Madrid Open-এর সেমিফাইনালে পৌঁছে গেলেন Novak Djokovic। অন্যদিকে শুক্রবার Simona Halep ৬-২, ৬-৭ (২/৭), ৬-০তে বেলিন্দা বেনসিসকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন। হালেপ এই মুহূর্তে বিশ্ব র্যাঙ্কিংয়ে রয়েছেন তিন নম্বরে। ফাইনালে জিতলেই আবার তিনি উঠে আসবেন শীর্ষে। শেষ দুই সাক্ষাতেই বেনেসিসকে হারতে হয়েছে হালেপের কাছে। ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ২০১৬ ও ২০১৭-র মাদ্রিদ ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন। এ দিন ম্যাচ জিতলেন দু'ঘণ্টার মধ্যেই।
অন্য দিকে নোভাক জকোভিচ না খেলেই পৌঁছে গেলেন সেমিফাইনালে। ম্যাচের আগেই তাঁর প্রতিপক্ষ মারিন চিলিচ পেটের সমস্যার জন্য নাম তুলে নেন।
তিন বছর পর ক্লে কোর্টে জয় দিয়েই শুরু করলেন ফেডেরার
চিলিচ একবার্তার লেখেন, ‘‘আমার এটা বলতে খারাপ লাগছে কিন্তু আমাকে এই ম্যাচ থেকে আজ নাম তুলে নিতে হচ্ছে। খাদ্যে বিষক্রিয়ার জন্য আগের রাত খুব খারাপ কেটেছে। আমি খুব হতাশ এভাবে আমার মাদ্রিদের দিন শেষ হল। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।''
শনিবার সেমিফাইনালে জকোভিচকে মুখোমুখি হতে হবে রজার ফেডেরার অথবা ২০১৮-র ফাইনালিস্ট ডমিনিট থিয়েমের বিরুদ্ধে।
প্রাক্তন ইউএস ওপেন চ্যাম্পিয়নকে হারালেন ভারতের অঙ্কিতা
হালেপকে ফাইনালে খেলতে হবে সপ্তম বাছাই কিকি বার্তেন্স অথবা গত বছর মাদ্রিদ ওপেন ফাইনালিস্ট ও ২০১৭ ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্লোয়ান স্টিফেন্সের সঙ্গে।
হালেপ বলেন, ‘‘এখানে ফাইনালে ফিরতে পেরে দারুন লাগছে। আমি মাদ্রিদে খেলাটা খুব উপভোগ করি। এটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করে।''
তিনি আরও বলেন, ‘‘আমি দ্বিতীয় সেট টাইব্রেকারে খুব তাড়াহুড়ো করে ফেলেছিলাম। আমি অনেক সহজ বল নষ্ট করেছি। কিন্তু তৃতীয় সেটে আমি আবার ঘুরে দাঁড়াই।''