
এই নিয়ে ১২ বার রোলাঁ গারো (Roland Garros) চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। ঢুকে পড়লেন ইতিহাসে। সঙ্গে ১৮টি গ্র্যান্ডস্লাম টাইটেল। রবিবার রাফার হাতে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১-এ পরাস্ত হতে হল অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমকে (Dominic Thiem)। ৩৩ বছরের এই স্প্যানিশ তারকাই প্রথম যাঁর ঝুলিতে জমা হল ১২টি ফ্রেঞ্চ ওপেন। শুধু ফ্রেঞ্চ ওপেন (French Open 2019) নয় এর আগে কেউই একই স্লাম ট্রফি ১২বার জেতেননি। ২০১৮ ফ্রেঞ্চ ওপেন ফাইনালের অ্যাকশন রিপ্লে দেখল রোলাঁ গারো। রাফার জন্য বড় চ্যালেঞ্জ ছিল থিয়েম। পুরো টুর্নামেন্টে ভাল খেলে ফাইনালে পৌঁছেছিলেন তিনি। সেমিফাইনালে হারিয়ে দিয়েছিল নোভাক জকোভিচকে। রাফায়েল নাদাল হারান রজার ফেডেরারকে।
ইতিহাসে জায়গা করা হল না জকোভিচের, ফাইনালে ডনিমিক
এক সময় টেনিস বিশ্বের সব থেকে বড় লড়াই ছিল নাদাল বনা ফেডেরার। কিন্তু এখনও রাফায়েল নাদাল রজার ফেডেরারের রেকর্ড ২০টি মেজর চ্যাম্পিয়নের রেকর্ড থেকে পিছিয়ে রয়েছেন। তবে তিনি আগেই ছাপিয়ে গিয়েছিলেন জকোভিচকে। সেই ব্যবধান বাড়ল। বিশ্বের দু'নম্বর তারকার দখলে রয়েছে ফ্রেঞ্চ ওপেনে ৯৩টি জয় এবং মাত্র দুটো হার। এর আগে ২০০৫ থেকে ২০০৮, ২০১০ থেকে ২০১৪, ২০১৭ এবং ২০১৮তে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন তিনিই।
এর সঙ্গে নাদাল তাঁর কেরিয়ারে ৮২টি ট্রফি জিতলেন এবং জিতলেন ৯৫০টি ম্যাচ।
French Open 2019: রজার ফেডেরারকে হারিয়ে ফাইনালে রাফায়েল নাদাল
৫৩ মিনিটের প্রথম সেট অনেকটাই শারীরিক দক্ষতার উপর নির্ভর ছিল। যেখানে থিয়েম ৩-২-এ এগিয়েও গিয়েছিলেন। কিন্তু ২৪ বছরের আগামীর তারকার সেই সাফল্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ষষ্ঠ গেমেই তাতে ভাগ বসান নাদাল। এবং তার পরের তিনটি গেম পর পর পকেটে পুড়ে ফেলেন তিনি।
থিয়েম তাঁর কেরিয়ারে ক্লে কোর্টে তাঁর তারকা প্রতিপক্ষকে চারবার হারিয়েছেন। কিন্তু দ্বিতীয় সেটে নাদালের প্রথম পাঁচটি সার্ভিস থেকে একটিও পয়েন্ট তুলে নিতে পারেননি তিনি। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় সেট জিতে নেন থিয়েম। এর আগের তিনটি হারের ম্যাচের মধ্যে এই প্রথম রোলাঁ গারোয় নাদালের থেকে একটি সেট জিততে পারলেন থিয়েম।