শোনা যাচ্ছে যৌন নির্যাতনেরও অভিযোগ রয়েছে সৌম্যজিতের এক আত্মীয়ের বিরুদ্ধে। সঙ্গে পণের দাবিও ছিল। রয়েছে খেতে না দেওয়ার অভিযোগ।
NDTV
কমনওয়েলথ গেমস 2018 -এ ভারতের টেবিল টেনিসের খেলোয়াড়রাও নিজেদের প্ৰমাণ করে দিতে সক্ষম হয়েছেন, ভারতের মনিকা বাত্রা প্রথমবার মহিলা সিঙ্গেলসে স্বর্ণ পদক লাভ করেছেন. ভারতের টেবিল টেনিস খেলোয়াড়রা এইবার মোট 8 টি পদক লাভ করতে সক্ষম হন.
NDTV
আটবারের রাষ্ট্রীয় বিজেতা এবং দিগ্গজ টেবিল টেনিস খেলোয়াড় কমলেশ মেহতা মনে করেন যে, অস্ট্রেলিয়াতে রাষ্ট্রমন্ডলের খেলায় ভারতীয় টেবিল টেনিস দল যে স্বর্ণ পদক লাভ করেছে,তাতে করে যুবকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে, তাদের মনে আস্থা জেগেছে যে, তারাও চ্যাম্পিয়ান হতে পারে.