ISSF World Cup: ভারতের হয়ে সোনা অভিষেকের, রুপো পেলেন সৌরভ

Updated: 30 August 2019 20:08 IST

পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন Abhishek Verma। ব্রোঞ্জ পেলেন Saurabh Chaudhary।

ISSF World Cup: Abhishek Verma Wins Gold, Bronze For Saurabh Chaudhary In The Men
অভিষেক ও সৌরভ দু’জনই আগে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছেন © টুইটার

রিও ডে জেনেরিওতে আইএসএসএফ বিশ্বকাপে (ISSF World Cup) ভারতীয় শ্যুটারদের জয়জয়কার। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল (10m air pistol) ইভেন্টে সোনা জিতলেন অভিষেক ভার্মা। ব্রোঞ্জ জিতলেন সৌরভ চৌধুরী। আটজনের ফাইনালে ২৪৪.২ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান পান অভিষেক। সৌরভ পান ২২১.৯ পয়েন্ট। রুপো পান তুর্কির ইসমাইল কেলেস। তিনি পান ২৪৩.১ পয়েন্ট। ভারত এরই মধ্যে অলিম্পিকে যোগদানের সর্বোচ্চ কোটা পূরণ করে ফেলেছে। অভিষেক ও সৌরভ দু'জনই অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছেন আগের যোগ্যতা অর্জনকারী ইভেন্টেই। সেই ইভেন্টে ৫৮৪ পয়েন্ট পেয়ে সৌরভ চতুর্থ হন। অভিষেক পঞ্চম হন ৫৮২ পয়েন্ট পেয়ে। দু'জনেই ফাইনালে পৌঁছন।

ভারত পদক তালিকার শীর্ষে রয়েছে। দু'টি সোনা এবং একটি করে রুপো ও ব্রোঞ্জ পেয়েছে ভারত। সব মিলিয়ে চারটি পদক পেয়ে সবার উপরে রয়েছে ভারতই।

কমনওয়েলথে শুটিং না রাখলে অংশ নেবে না ভারত, তবুও অনড় ফেডারেশন

ভারতের হয়ে আর একটি সোনা জিতেছেন‌ তরুণ শ্যুটার এলাভেনিল ভালারিভান। তিনি মহিলাদের ১০ মিটার পিস্তল এয়ার রাইফেল রাউন্ডে সোনা পান প্রতিযোগিতার প্রথম দিনেই।

সঞ্জীব রাজপুত পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনস-এ রুপো জিতে ভারতের অলিম্পিক কোটা পূরণ করেন।

শুটিংয়ের জুনিয়র বিশ্বকাপে দেশকে নবম সোনা দিলেন ১৭ বছরের সরবজ্যোৎ

সঞ্জীবের সঙ্গে ভারতের আরও যাঁরা অলিম্পিকে যাচ্ছেন তাঁরা হলেন অঞ্জুম মৌদগিল, অপূর্বি চাণ্ডেলা, সৌরভ চৌধুরী, রাহি সার্নোবাত, অভিষেক ভার্মা, দিব্যাংশ সিংহ পানওয়ার এবং মনু ভাকের।

সঞ্জীব নিলিংয়ে ৩৯২ পয়েন্ট পান। এছাড়া প্রন-এ ৩৯৮ ও স্ট্যান্ডিংয়ে ৩৯০ পয়েন্ট পান তিনি। প্রথম হওয়া চিনের ঝ্যাং চানঘং থেকে মাত্র এক পয়েন্ট কম পেয়েছিলেন তিনি। ফাইনাল থেকে পাঁচজন শ্যুটারকেই অলিম্পিকে সুযোগ দেওয়া হয়।

প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ভারতের পক্ষে দিনটাকে দারুণ ভাবে শেষ করার সুযোগ এনে দিলেন সৌরভ ও অভিষেক।

Comments
হাইলাইট
  • ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন অভিষেক ভার্মা, ব্রোঞ্জ সৌরভ চৌধুরী
  • রুপো পান তুর্কির ইসমাইল কেলেস
  • আটজনের ফাইনালে ২৪৪.২ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান পান অভিষেক
সম্পর্কিত খবর
১০ মিটার এয়ার পিস্তলের জাতীয় ইভেন্টের সিনিয়র, জুনিয়রে সোনা জয় মানু ভাকরের
১০ মিটার এয়ার পিস্তলের জাতীয় ইভেন্টের সিনিয়র, জুনিয়রে সোনা জয় মানু ভাকরের
ডোপ পরীক্ষায় অকৃতকার্য হয়ে তাঁর পক্ষে ফলের আশায় ভারতীয় শুটার Ravi Kumar
ডোপ পরীক্ষায় অকৃতকার্য হয়ে তাঁর পক্ষে ফলের আশায় ভারতীয় শুটার Ravi Kumar
Kiren Rijiju লিখিত অনুরোধ জানালেন ২০২০ কমনওয়েলথে শুটিংকে যুক্ত করার জন্য
Kiren Rijiju লিখিত অনুরোধ জানালেন ২০২০ কমনওয়েলথে শুটিংকে যুক্ত করার জন্য
ISSF World Cup: ভারতের হয়ে সোনা অভিষেকের, রুপো পেলেন সৌরভ
ISSF World Cup: ভারতের হয়ে সোনা অভিষেকের, রুপো পেলেন সৌরভ
কমনওয়েলথে শুটিং না রাখলে অংশ নেবে না ভারত, তবুও অনড় ফেডারেশন
কমনওয়েলথে শুটিং না রাখলে অংশ নেবে না ভারত, তবুও অনড় ফেডারেশন
Advertisement