
ভারতের শীর্ষস্থানীয় কুস্তিগীররা যে শুধু দেশের জন্য লড়াইয়ের নামবেন তা নয়, এই প্রতিযোগিতা থেকে টোকিও অলিম্পিকের দরজা খুলে ফেলারও সুযোগ থাকছে। শনিবার থেকে শুরু হয়ে গেল 2019 World Wrestling Championships। Bajrang Punia ও ভিনেশ ফোগতের দারুণ ফল পরের প্রতিযোগীদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। যেন সেই তালিকায় রয়েছেন দিব্যা কাকরান। এই মরসুমে চারটি ইভেন্টেই ভাগ্য পরীক্ষায় নামবেনন বজরং পুনিয়া। ডান কোলোভ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ আলি অলিভ ও ইয়াসার দোগু এরা ৬৫ কেজি বিভাগের শীর্ষ বাছাই হিসেবে নামছেন। ভিনেশ ফোগতের জন্য মরসুম শুরু হয়েছে নতুন বিভাগে। ৫০ কেজি থেকে তিনি উঠে এসেছেন ৫৩ কেজিতে।
কখন হবে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০১৯?
ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০১৯ হবে ১৪-২২ সেপ্টেম্বর ২০১৯।
কোথায় হবে কখন হবে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০১৯?
ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০১৯ হবে কাজাখস্তানের নুর-সুলতানে।
কোন সময়ে হবে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০১৯?
ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০১৯-এর যোগ্যতা নিণা৪য়ক পর্ব শুরুলহবে সকাল ১০.৩০ থেকে, তার পর হবে বাকি ইভেন্ট।
কোন টিভি চ্যানেলে দেখা যাবে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০১৯?
ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০১৯ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০১৯ দেখা যাবে সোনি পিকচার স্পোর্টসে।
কী ভাবে দেখা যাবে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০১৯-এর লাইভ স্ট্রিমিং?
ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০১৯-এর লাইভ স্ট্রিমিং দেখা যাবে wrestlingtv.in.
(টেলিকাস্ট ও স্ট্রিমিং সংক্রান্ত সব তথ্য ব্রডকাস্টাসদের তরফে দেওয়া)