Listen to the latest songs, only on JioSaavn.com
 

করোনাভাইরাসের কারণে স্থগিত রাখা উচিৎ টোকিও অলিম্পিক্স, মনে করেন গোপীচাঁদ

Updated: 20 March 2020 12:31 IST

পুল্লেলা গোপীচাঁদ (Pullela Gopichand) মনে করেন, যেভাবে কোভিড-১৯ ছড়িয়ে পড়ছে তাতে টোকিও অলিম্পিক্স স্থগিত রাখা উচিৎ।

Coronavirus: Pullela Gopichand Says Itll Be "Better If Tokyo Olympics Are Postponed"
পুল্লেলা গোপীচাঁদ (Pullela Gopichand) ভারতীয় ব্যাডমিন্টন দলের চিফ কোচ © পিটিআই

ভারতের চিফ ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপীচাঁদ (Pullela Gopichand) বিশ্বাস করেন, গোটা বিশ্ব জুড়ে যেভাবে কোভিড-১৯ (Covid-19) ছড়িয়ে পড়েছে তাতে টোকিও অলিম্পিক্স স্থগিত রাখাটাই সঠিক সিদ্ধান্ত হবে। ২৪ জুলাই থেকে ৯ অগস্ট পর্যন্ত হওয়ার কথা অলিম্পিক্স। বিশ্ব জুড়ে সব স্পোটিং ইভেন্ট ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত প্রথমে বাতিল করলেও পরবর্তী সময়ে তার সময় বাড়ানো হয়েছে। জুলাই যদিও এখন অনেক দেড়ি সেকারণে সময় নিচ্ছে অলিম্পিক কমিটি।  করোনাভাইরাসে ইতিমধ্যেই বিশ্ব জুড়ে আট হাজারের উপরে মানুষের প্রান গিয়েছে। আক্রান্ত দু'লাখের উপর মানুষ।এই পরিস্থিতিতে ঘরের বাইরে বেরনোটাই ঝুঁকিপূর্ণ তার মধ্যে ক্রীড়া ইভেন্ট আরও বেশি ঝুঁকির। যেখানে অনেক মানুষের সমাগম হয়।  

যদিও আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি বুধবার জানিয়েছে, তারা মনে করছে অলিম্পিক্স নির্ধারিত সময়েই শুরু করা যাবে। এখনই তা নিয়ে নির্দিষ্ট করে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।

সব স্পোর্টস ইভেন্ট এবং ট্রেনিং সেন্টার বন্ধ ১৫ এপ্রিল পর্যন্ত: কিরেন রিজিজু

গোপীচাঁদ পিটিআইকে বলেন, ‘‘আমার অলিম্পিক্স নিয়ে সংশয় রয়েছে। এমনটা নয় যে অনেক দেড়ি রয়েছে। প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে হবে। সে কারণে সবাইকে নিশ্চিন্ত করতে আইওসির এখনই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিৎ।''

তিনি আরও বলেন, ‘‘আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে যখন স্বাস্থ্য নিয়ে আতঙ্ক রয়েছে এবং ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে সবার, যখন গোটা বিশ্ব নাগরিকদের স্বাস্থ নিয়ে চিন্তিত তখন ভালো হবে যদি অলিম্পিক্স স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।''

আইপিএল-এর ভাগ্য নির্ধারিত হবে ১৫ এপ্রিলের পরই, জানালেন ক্রীড়ামন্ত্রী

এই মাসের শুরুতে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ আয়োজন করায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল। যা নিয়ে মুখ খুলেছিলেন সাইনা ন‌েহওয়ালও। তিনি বলেছিলেন, প্লেয়ারদের নিরাপত্তার কথা না ভেবে টাকার লোভের পিছনে দৌঁড়চ্ছে। 

বার্মিংহ্যাম থেকে ফিরে এই মুহূর্ত ‘সেলফ আইসোলেশন'এ রয়েছেন গোপীচাঁদ। তিনি এই টুর্নামেন্ট নিয়ে বলেন, ‘‘অবশ্যই ওটা একটা ভুল সিদ্ধান্ত ছিল বিডব্লুএফের। প্লেয়ারদের বিপদের মুখে ফেলে দেওয়া হয়েছিল ওই সময় টুর্নামেন্ট আয়োজন করে।'' এর পরই ১২ এপ্রিল পর্যন্ত সব টুর্নামেন্ট বাতিল করে আন্তর্জাতিক ব্যাডমিন্টন সংস্থা।

Comments
হাইলাইট
  • করোনাভাইরাসের কারণে টোকিও অলিম্পিক্সের ভবিষ্যৎ নিয়ে সংশয় রয়েছে
  • পুল্লেলা গোপীচাঁদ মনে করেন, স্থগিত রাখা উচিৎ অলিম্পিক্স
  • এই মুহূর্তে বিশ্ব জুড়ে এপ্রিল পর্যন্ত সব স্পোটিং ইভেন্ট বাতিল হয়ে গিয়েছে
সম্পর্কিত খবর
নয়া দিল্লির দুটো স্টেডিয়ামে খেলাধুলো শুরু করল স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া
নয়া দিল্লির দুটো স্টেডিয়ামে খেলাধুলো শুরু করল স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া
খেলাধুলো শুরু হলে ক্লোজ ডোরই হবে, জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু
খেলাধুলো শুরু হলে ক্লোজ ডোরই হবে, জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু
খেলা শুরু করার জন্য পরিকল্পনা শুরু করল স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া
খেলা শুরু করার জন্য পরিকল্পনা শুরু করল স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া
খেলরত্নের জন্য অঞ্জুম মোদগিল ও দ্রোনাচার্যের জন্য জসপাল রানার নাম মনোনিত
খেলরত্নের জন্য অঞ্জুম মোদগিল ও দ্রোনাচার্যের জন্য জসপাল রানার নাম মনোনিত
রাজীব খেলরত্ন প্রাপক প্যারা-অ্যাথলিট দীপা মালিকের অবসর ঘোষণা
রাজীব খেলরত্ন প্রাপক প্যারা-অ্যাথলিট দীপা মালিকের অবসর ঘোষণা
Advertisement