
বেজিংয়ে ISSF World Cup 2019-এ ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন Manu Bhaker ও Saurabh Chaudhary। বৃহস্পতিবার ভারতের এই জুটি হারাল চিনের ঝিয়াং র্যানঝিং ও পাং উই জুটিকে। সোনার লড়াইয়ে ভারতের জুটি জিতল ১৬-৬-এ। এটা এই ইভেন্টে টানা দ্বিতীয়বার সোনা জয়এই জুটির। এর আগে মানু ভাকর ও সৌরভ চৌধরি নয়া দিল্লিতে আয়োজিত শুটিং বিশ্বকাপে সোনা জিতেছিল। এই নিয়ে এই বিশ্বকাপে দ্বিতীয় সোনা জিতল ভারত। এর একদিন আগেই ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছিলেন অঞ্জুম মদগিল ও দিব্যাংশ সিং পানওয়ার।
মদগিল ও পানওয়ার জুটিও ১৭-১৫তে হারিয়ে দেয় চাইনিজ জুটি লিউ রুক্সুয়ান ও ইয়াং হাওরান জুটিকে।
১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের যোগ্যতা নির্ণায়ক পর্বে ভাকর ও সৌরভ ৪৮২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেষ করেছিল। কিন্তু নতুন ফর্ম্যাটে তাঁরা ফাইনালে পৌঁছে যায়।
ফেব্রুয়ারিতে এই জুটি ইভেন্টের শেষ দিন সোনা জিতেছিল। এ বার ৪৮৩.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করলেন তাঁরা। প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে পার্থক্য ছিল ৫.৮।
কোয়ালিফিকেশনে বিশ্ব রেকর্ড করে ফাইনালে পৌঁছেছিলেন সৌরভ ও মানু। সেখান থেকে পিছন ফিরে তাকাতে হয়নি তাঁদের। একই ইভেন্টে ১৬ বছরের সৌরভ ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছিলেন।
গত বছর ইয়ুথ অলিম্পিক্সে সোনা জেতেন সৌরভ। হারিয়েছিলেন সার্বিয়ার দামির মিকেচকে। ২৪৫ স্কোর করে বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি। যার ফলে ২০২০ টোকিও অলিম্পিক্সেও জায়গা করে নিয়েছেন তিনি।