Listen to the latest songs, only on JioSaavn.com
 

New Zealand vs India, 4th T20: সুপার ওভারে চতুর্থ টি২০ জয় ভারতের

Updated: 31 January 2020 21:36 IST

NZ vs IND 4th T20I: পর পর তিন ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজের দখল নেওয়া ভারত ৪-০ করে ফেলল।

New Zealand vs India 4th T20I: India Won By Super Over Again
NZ vs IND T20I: পাঁচ ম্যাচের সিরিজে ৪-০তে এগিয়ে গেল ভারত © টুইটার

আরও একটা ম্যাচ সুপার ওভারে জিতে নিল ভারত। পর পর দুটো টি২০ আন্তর্জাতিক নিউজিল্যান্ডের মাটিতে স্মরণীয় হয়ে থাকল ভারতের কাছে। কিউইদের জন্য খারাপ স্বপ্নের মতই লেখা থাকবে এই সিরিজ। দুটো ম্যাচে পর পর জয়ের কাছে পৌঁছেও জেতা হল না ভারতের দলগত লড়াইয়ের কাছে হেরে যেতে হল। শুক্রবার টস জিতে ভারতে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন স্টপগ্যাপ অধিনায়ক সাউদি। টানা তিন ম্যাচে প্রথমে ফিল্ডিং করতে চেয়েও ব্যাট করার সামনে পড়া টিম বিরাট কোহলি বাজিমাত করল টসের উপরে উঠে। নির্ধারিত ২০ ওভারে ম্যাচ আবারও ড্র করে দিয়েছিল নিউজিল্যান্ড। শেষ হল সুপার ওভারে। 

দেখুন ম্যাচের লাইভ আপডেট:

সুপার ওভারে ভারতের ব্যাটিং: ১৬-১। বাউন্ডারি মেরে জয় তুলে নিলেন বিরাট কোহলি।

দুই বলে দুই রান দরকার ভারতের। ক্রিজে স্যামসন ও বিরাট।

সাউদিকে প্রথম দুই বলে ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে ১০ রান তুলে আউট হলেন লোকেশ রাহুল। ব্যাট করতে এলেন সঞ্জু স্যামসন।

সুপার ওভারে ভারতের হয়ে ব্যাট করতে নেমেছেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি

সুপার ওভারে নিউজিল্যান্ড ব্যাটিং: ১৩-১। ভারতের সামনে ১৪ রানের টার্গেট।

চতুর্থ বলে সিফার্টের ব্যাট থেকে বেরিয়ে বল জমা পড়ল ওয়াশিংটন সুন্দরের হাতে। ব্যাট করতে নামলেন টেলর।

ক্যাচ মিস লোকেশ রাহুলের।

সুপার ওভারে বল করতে এসেছেন জসপ্রিত বুমরা। নিউজিল্যান্ডের হয়ে ব্যাট করছেন সিফার্ট ও মুনরো।

আবার নাটকীয় ম্যাচ । শেষ বলে দু'রান বাকি থাকতে রান আউট সাঁতনার।ম্যাচ ড্র। সুপার ওভার।

২০ ওভার: নিউজিল্যান্ড ১৬৫-৭।

১ বলে দুই রান দরকার নিউজিল্যান্ডের

১৯.৫ ওভার: আউট... চার রান করে আউট ড্যারেল মিচেল। শার্দূলের বলে ক্যাচ শিভম দুবের হাতে।

জিততে হলে দুই বলে দুই রান দরকার নিউজিল্যান্ডের

জিততে হলে তিন বলে তিন রান দরকার নিউজিল্যান্ডের। বল করছেন শার্দূল ঠাকুর

১৯.৩ ওভার: আউট... ৫৭ রান করে রান আউট টিম সিফার্ট। রান আউট করলেন লোকেশ রাহুল।

১৯.১ ওভার: আউট... ২৬ রান করে শার্দূল ঠাকুরের বলে শ্রেয়াস আয়ারকে ক্যাচ দিয়ে ফিরলেন রস টেলর।

১৯ ওভার: নিউজিল্যান্ড ১৫৯-৩।

১৮ ওভার: নিউজিল্যান্ড ১৫৫-৩।

১৭ ওভার; নিউজিল্যান্ড ১৪৮-৩। জয় খুব দূরে নয় কিউইদের। উইকেট তুলতে ব্যর্থ ভারতের বোলাররা।

১৬ ওভার; ইউজিল্যান্ড ১৪০-৩।

১৫ ওভার; নিউজিল্যান্ড ১৩০-৩। এই ওভার থেকে ১৭ রান তুলল নিউজিল্যান্ড।

১৪.৩ ওভার; সেইফার্টের আবার ওভার বাউন্ডারি। পরের বলেই ক্যাচ ফেললেন বুমরা।

১৪ ওভার; নিউজিল্যান্ড ১১৩-৩।

১৩.৬ ওভার: শিভম দুবেকে সেইফার্টের ওভার বাউন্ডারি। 

১৩ ওভার: নিউজিল্যান্ড ১০২-৩।

১২.১ ওভার: আউট... চাহালের বলে বোল্ড হয়ে গেলেন টম ব্রুস। তিন বল খেলে রানের খাতা খুলতে ব্যর্থ তিনি। পর পর ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে।  

১২ ওভার: নিউজিল্যান্ড ৯৭-২।

১১.৪ ওভার: আউট কলিন মুনরো। বিরাট কোহলির অসাধারণ সরাসরি থ্রোয়ে ছিটকে গেল মুনরোর স্টাম্প। 

১১ ওভার: নিউজিল্যান্ড ৯২-১।

১০ ওভার: নিউজিল্যান্ড ৭৯-১।

নিউজিল্যান্ডের ইনিংসকে একদিকে ধরে রেখেছেন কলিন মুনরো। করে ফেলেছেন হাফ-সেঞ্চুরি। গাপ্তিল আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছেন টিম সিফার্ট। কেন উইলিয়ামসন থাকলে তিনিই তিন নম্বরে ব্যাট করতে আসেন। 

৯ ওভার: নিউজিল্যান্ড ৬৮-১।

যুজবেন্দ্র চাহালকে সিফার্টের বিশাল ছক্কা। 

৭ ওভার: নিউজিল্যান্ড ৪৩/১।

৬ ওভার: নিউজিল্যান্ড ৩৯/১।

৫ ওভার: নিউজিল্যান্ড ২৩/১।

৪.২ ওভারে জসপ্রীত বুমরাহর বলে আউট মার্টিন গুপ্তিল। 

ব্যাটিং শুরু নিউজিল্যান্ডের, লক্ষ্য ১৬৬ রান।

নিউজিল্যান্ডের সামনে ১৬৬ রানের টার্গেট রাখল ভারত। শেষ বেলায় ভারতকে ভদ্রস্থ রানে পৌঁছে দিল মণীশ পাণ্ড্যের ব্যাট। 

২০ ওভার: ভারত ১৬৫-৮। 

১৯.৪ ওভার: হাফ সেঞ্চুরি মণীশ পাণ্ড্যের। কঠিন সময়ে ব্যাট হাতে ভারতকে ভরসা দিলেন তিনি ছ'নম্বরে নেমে।

১৯ ওভার: ভারত ১৫৪-৮।

নভদীপ সাইনির পর পর বাউন্ডারিতে কিছুটা রান বাড়ল ভারতকে। 

১৮ ওভার: ভারত ১৪৪-৮।

১৭.৫ ওভার: আউট... ১ রান করে সাউদির বলে সিফার্টকে ক্যাচ দিয়ে আউট হলেন যুজবেন্দ্র চাহাল। 

১৭ ওভার: ভারত ১৩৮-৭।

ব্যাট করতে নেমেছেন যুজবেন্দ্র চাহাল।

১৬.৩ ওভার: আউট... ২০ রান করে বেনেটের বলে সাউদইকে ক্যাচ তুলে দিলেন শার্দূল ঠাকুর। বেঞ্চ স্ট্রেন্থ মাপতে গিয়ে বড় ধাক্কা খেল ভারত।

১৬ ওভার: ভারত ১২৫-৬।

ভারতের ব্যাটিংকে ভরসা দিচ্ছে মণীশ পাণ্ড্যে ও শার্দূল ঠাকুরের ব্যাট। ৩১ রানে মণীশ ও ১১ রানে শার্দূল ব্যাট করছেন।

১৫ ওভার: ভারত ১১২-৬।

১৪ ওভার: ভারত ১০৪-৬।

১৩ ওভার:  ভারত ৯৭-৬।

ব্যাট করছেন মণীশ পাণ্ড্যে ও শার্দূল ঠাকুর। এই পরিস্থিতিতে কঠিন চাপের মুখে এই দুই মিডল অর্ডার ব্যাটসম্যান।

১২ ওভার: ভারত ৮৮-৬।

১১.৩ ওভার: আউট... রানের খাতা খোলার আগেই সাঁতনারের বলে বোল্ড ওয়াশিংটন সুন্দর।

১১ ওভার: ভারত ৮৭-৫।

১০.২ ওভার: আউট... ১২ রান করে ইশ সোধির বলে টম ব্রুসকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

১০ ওভার: ভারত ৮৩-৪।

৯ ওভার: ভারত ৭৮-৪।

৮.৪ ওভার: আউট... ভারতের বড় রানের পথে বড় ধাক্কা হতে পারে লোকেশ রাহুলের আউট। ইশ সোধির বলে বাউন্ডারি লাইনে ক১আচ ধরলেন সাঁতনার। করলেন ২৬ বলে ৩৯ রান। 

৮ ওভার: ভারত ৬৯-৩।

সাত ওভারের মধ্যে ফিরে গেলেন ভারতের তিন টপ অর্ডার ব্যাটসম্যান। লোকেশ রাহুলের সঙ্গে ব্যাট করতে নেমেছেন শিভম দুবে। 

৭ ওভার: ভারত ৫৫-৩।

৬.২ ওভার: আউট...মাত্র ১ রান করে ফিরলেন শ্রেয়াস আয়ার। ইশ সোধির বলে উইকেটের পিছনে অনব্য ক্যাচ সিফার্টের। বড় ধাক্কা ভারতীয় শিবিরে।

৬ ওভার: ভারত ৫১-২। এই ওভারে মাত্র এক রানই নিতে পারলেন ভারতের ব্যাটসম্যানরা।

৫ ওভার: ভারত ৫০-২।

ব্যাট করতে নেমেছেন শ্রেয়াস আয়ার। প্রথম বলেই অনভিজ্ঞ শট খেললেন। কাছাকাছি ফিল্ডার থাকলে আউট হয়ে যেতে পারতেন।

৪.৩ ওভার: বড় ধাক্কা ভারতীয় শিবিরে। আউট বিরাট কোহলি। বেনেটের বলে সাঁতনারের দুরন্ত ক্যাচ। কোহলি ফিরলেন মাত্র ১১ রান করে। 

৪ ওভার: ভারত ৪০-১।

৩ ওভার: ভারত ৩৫-১।

২.৬ ওভার: সাঁতনারকে লোকেশ রাহুলের ওভার বাউন্ডারি ও বাউন্ডারি শেষ দুই বলে।

সঞ্জু স্যামসন ফিরতে তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন বিরাট কোহলি। শক্ত ভিত তৈরি করতে হলে লোকেশ রাহুল ও কোহলিকে টিকে থাকতে হবে ক্রিজে।

২ ওভার: ভারত ২২-১।

১.৩ ওভার: আউট..। কুগলেজিনের বলে সাঁতনারকে ক্যাট দিয়ে মাত্র ৮ রান করে ফিরে গেলেন সঞ্জু স্যামসন। দু'বল আগেই বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। তাড়াহুড়ো করতে গিয়েই সুযোগটা কাজে লাগাতে পারলেন না।

১ ওভার: ভারত ৭-০।

লোকেশ রাহুলের সঙ্গে ব্যাট করতে নেমেছেন সঞ্জু স্যামসন। এই সিরিজে প্রথম খেলার সুযোগ পেলেন তিনি।

খেলা শুরু।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড। নিয়মিত অদিনায়ক কেন উইলিয়ামসন চোটেরজন্য না থাকায় এ দিন অধিনায়কত্ব করছেন টিম সাউদি।

এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, মহম্মদ শামিকে। যাঁরা তৃতীয় ম্যাচ জিতিয়েছিল ভারতকে।

ভারত: সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, মণীশ পাণ্ড্যে, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরা, নভদীপ সাইনি।

নিউজিল্যান্ড: মার্টিন গাপ্তিল, কলিন মুনরো, টম ব্রুস, রস টেলর, টিম সিফার্ট, ড্যারেল মিচেল, মিচেল সাঁতনার, স্কট কুগলেজিন, টিম সাউদি, ইশ সোধি, হামিশ বেনেট।

Comments
সম্পর্কিত খবর
NZ vs IND: স্লো ওভার-রেটের জন্য শাস্তির মুখে ভারতীয় ক্রিকেট দল
NZ vs IND: স্লো ওভার-রেটের জন্য শাস্তির মুখে ভারতীয় ক্রিকেট দল
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ৫-০তে জিততে চায়, জানালেন Manish Pandey
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ৫-০তে জিততে চায়, জানালেন Manish Pandey
এর থেকে উত্তেজক ম্যাচের জন্যই খেলা, বলে মনে করেন Shardul Thakur
এর থেকে উত্তেজক ম্যাচের জন্যই খেলা, বলে মনে করেন Shardul Thakur
4th T20I: শার্দূল ঠাকুরের অল-রাউন্ড পারফর্মেন্সে সুপার ওভারে বাজিমাত ভারতের
4th T20I: শার্দূল ঠাকুরের অল-রাউন্ড পারফর্মেন্সে সুপার ওভারে বাজিমাত ভারতের
চতুর্থ টি২০তে ধোনির নামে ব্যানার, ‘‘আমরা তোমাকে মিস করছি’’
চতুর্থ টি২০তে ধোনির নামে ব্যানার, ‘‘আমরা তোমাকে মিস করছি’’
Advertisement