Listen to the latest songs, only on JioSaavn.com
 

New Zealand vs India 2nd T20I: কোথায়, কখন দেখবেন ম্যাচের লাইভ

Updated: 25 January 2020 22:42 IST

শুক্রবার প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে ভারত ১-০তে এগিয়ে গিয়ে রয়েছে।

2nd T20I: When And Where To Watch Live Telecast, Live Streaming
Shreyas Iyer প্রথম ম্যাচে ৫৮ রানে অপরাজিত থাকেন © টুইটার

India vs New Zealand পাঁচ ম্যাচের টি২০ সিরিজ শুরু হয়ে জয় দিয়েই। একদিনের ব্যবধানেই দুই দল খেলতে নামবে দ্বিতীয় টি২০তে অকল্যান্ডের মাটিতেই। প্রথম ম্যাচ দারুণভাবে জিতে নিয়েছে ভারত। ব্যাটসম্যানরা দাপট দেখালেও বোলারদের নিয়ে চিন্তা বেড়েছে ভারতীয় শিবিরের। যদিও শুক্রবার ম্যাচ শেষে বোলারদের পাসেই দাঁড়িয়েছিলেন ক্যাপ্টেন কোহলি। তার আগে প্রতিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসনকে প্রশংসায় ভরিয়েছিলেন ভারত অধিনায়ক Virat Kohli। তিনি বলেছিলেন, Kane Williamson খুব বেশি ফলাফল নিয়ে ভাবেন না। ওর লক্ষ্য থাকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার। ভারতীয় দল এই মুহূর্তে রয়েছে অকল্যান্ডে,  প্রথম ও দ্বিতীয় টি২০ হবে এখানেই। রবিবার ইডেন পার্কে সিরিজের দ্বিকীয় ম্যাচ খেলতে নামবে দুই দল। ৫০ ওভারের বিশ্বকাপ সেমিফাইনালে এই কিউইদের কাছেই হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। বদলার কথা অস্বীকার করলেও বিশ্বকাপের পর প্রথম সাক্ষাতেই কিউইদের হারিয়ে শুরু করেছে ভারত। এ বার ভারতের সামনে সিরিজে ২-০ লিড নেওয়ার লক্ষ্য। শুক্রবার থেকে নিউজিল্যান্ডের মাটিতে শুরু হয়েছে ছ'সপ্তাহের ভারত সফর। পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে দুই দল। 

কখন হবে নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি২০ ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি২০ ম্যাচটি হবে ২৬ জানুয়ারি, রবিবার।

কোথায় হবে নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি২০ ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি২০ ম্যাচটি হবে ইডেন পার্ক, অকল্যান্ডে।

কোন সময়ে হবে নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি২০ ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি২০ ম্যাচটি হবে ভারতীয় সময় ১২.২০ থেকে।

কোন টিভি চ্যানেলে দেখা যাবে নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি২০ ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি২০ ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

কী ভাবে দেখা যাবে নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং?

নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি২০ ম্যাচটি দেখাআ যাবে হটস্টারে। এর সঙ্গে sports.ndtv.com-এ দেখা যাবে লাইভ আপডেট।

(টেলিকাস্ট ও স্ট্রিমিংয়ের সব তথ্য ব্রডকাস্টারদের তরফে প্রাপ্ত)

Comments
হাইলাইট
  • প্রথম ম্যাচে ৬ উইকেটে নিউজিল্যান্ডকে হারায় ভারত
  • ৫৮ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন শ্রেয়াস আয়ার
  • রবিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
সম্পর্কিত খবর
রবীন্দ্র জাডেজার প্রশ্নের জবাবে কী উত্তর দিলেন Sanjay Manjrekar?
রবীন্দ্র জাডেজার প্রশ্নের জবাবে কী উত্তর দিলেন Sanjay Manjrekar?
"ওর সুইং শেষ সময়ে বিবেচনা করা মুশকিল", বুমরাহর প্রশংসায় বললেন Martin Guptill
"ওর সুইং শেষ সময়ে বিবেচনা করা মুশকিল", বুমরাহর প্রশংসায় বললেন Martin Guptill
ম্যাচ রিডিংই তাঁর ব্যাটিংয়ে ধারাবাহিকতা এনেছে, মনে করেন Lokesh Rahul
ম্যাচ রিডিংই তাঁর ব্যাটিংয়ে ধারাবাহিকতা এনেছে, মনে করেন Lokesh Rahul
ভারত আমাদের সব ডিপার্টমেন্টেই হারিয়ে দিয়েছে, বলেন Kane Williamson
ভারত আমাদের সব ডিপার্টমেন্টেই হারিয়ে দিয়েছে, বলেন Kane Williamson
দ্বিতীয় টি২০ জিতে বোলারদের প্রশংসা করলেন Virat Kohli
দ্বিতীয় টি২০ জিতে বোলারদের প্রশংসা করলেন Virat Kohli
Advertisement