Listen to the latest songs, only on JioSaavn.com
 

New Zealand vs India, 2nd ODI: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ

Updated: 07 February 2020 15:42 IST

তিন ম্যাচের একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার অকল্যান্ডে মুখোমুখি হচ্ছে India-New Zealand।

NZ vs IND, 2nd ODI: When and Where To Watch Live Telecast, Live Streaming
New Zealand ১-০তে এগিয়ে রয়েছে তিন ম্যাচের ওডিআই সিরিজে © টুইটার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫-০তে টি২০ সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছে Indian Cricket Team। এখন সামনে তিন ম্যাচের ওডিআই সিরিজ। প্রথম ম্যাচ ইতিমধ্যেই হেরে গিয়েছে ভারত। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচ জিততেই হবে ভারতকে। একদম নতুন ওপেনিং জুটি নিয়ে প্রথম ওডিআই খেলতে নামাটা ভারতীয় দলের খুব কাজে লাগেনি। শেষ পর্যন্ত ভারতের ইনিংসকে বড় রানে নিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি, শ্রেয়াস আসার ও লোকেশ রাহুল। পৃথ্বী ও শ ও মায়াঙ্ক আগরওয়ালের সামনে নিজেদের প্রমান করার একটা বড় মঞ্চ দিয়েছে দলের দুই ওপেনারের চোট। প্রথম ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে তাঁরা নিজের সেরাটা দিতে চাইবেন। বিরাট কোহলি জানিয়েছেন টি২০ বিশ্বকাপের বছরে একদিনের সিরিজে তাঁরা নতুন নতুন ক্রিকেটারদের দেখে নিতে চান এই চাপের পরিস্থিতিতে তাঁরা কতটা মানিয়ে নিতে পারেন।

কখন হবে নিউজিল্যান্ড বনাম দ্বিতীয় প্রথম ওডিআই ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় ওডিআই ম্যাচটি হবে ৮ ফেব্রুয়ারি, শনিবার।

কোথায় হবে নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় ওডিআই ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় ওডিআই ম্যাচটি হবে ইডেন পার্ক, অকল্যান্ড।

কোন সময়ে হবে নিউজিল্যান্ড বনাম দ্বিতীয় প্রথম ওডিআই ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় ওডিআই ম্যাচটি হবে ভারতীয় সময় সকাল ৭.৩০ থেকে।

কোন টিভি চ্যানেলে দেখা যাবে নিউজিল্যান্ড বনাম দ্বিতীয় প্রথম ওডিআই ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় ওডিআই ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

কী ভাবে দেখা যাবে নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় ওডিআই ম্যাচের লাইভ স্ট্রিমিং?

নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় ওডিআই ম্যাচটি দেখা যাবে হটস্টারে। এর সঙ্গে sports.ndtv.com-এ দেখা যাবে লাইভ আপডেট।

(টেলিকাস্ট ও স্ট্রিমিংয়ের সব তথ্য ব্রডকাস্টারদের তরফে প্রাপ্ত)

Comments
হাইলাইট
  • শনিবার দ্বিতীয় ওডিআই ম্যাচ খেলতে নামবে ভারত ও নিউজিল্যান্ড
  • প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড
  • ভারতীয় সময় সকাল ৭.৩০টায় খেলা শুরু হবে
সম্পর্কিত খবর
সব ফর্ম্যাট মিলে ন’বার টিম সাউদির হাতে আউট হলেন Virat Kohli
সব ফর্ম্যাট মিলে ন’বার টিম সাউদির হাতে আউট হলেন Virat Kohli
নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ওডিআই হেরে সিরিজ হাতছাড়া ভারতের
নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ওডিআই হেরে সিরিজ হাতছাড়া ভারতের
New Zealand vs India 2nd ODI : দ্বিতীয় ম্যাচ হেরে ওডিআই সিরিজ হাতছাড়া ভারতের
New Zealand vs India 2nd ODI : দ্বিতীয় ম্যাচ হেরে ওডিআই সিরিজ হাতছাড়া ভারতের
New Zealand vs India, 2nd ODI: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
New Zealand vs India, 2nd ODI: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
New Zealand vs India, 2nd ODI Preview: ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বিরাট কোহলিরা
New Zealand vs India, 2nd ODI Preview: ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বিরাট কোহলিরা
Advertisement