Listen to the latest songs, only on JioSaavn.com
 

বৃষ্টি বিঘ্নিত ভারত-নিউজিল্যান্ড ম্যাচের প্রথম দিনের খেলা শেষে, ভারত ১২২/৫

Updated: 21 February 2020 11:19 IST

NZ Vs IND 1st Test Day 1 LIVE Score: টি২০ এবং ওডিআই এখন অতীত, টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে পড়েছে নিউজিল্যান্ড ও ভারত

New Zealand Vs India 1st Test 1st Day Match Live Score
NZ Vs IND: টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড © টুইটার ব্ল্যাকক্যাপস

নিউজিল্যান্ড-ভারত প্রথম দিনের ম্যাচ বৃষ্টির জন্য ৫৫ ওভারেই শেষ করতে হল। টি-ব্রেকের পর আর খেলতে নামতে পারেনি দুই দল। প্রথম দিনের শেষে ভারত ১২২-৫। টি২০ এবং ওডিআই এখন অতীত। টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে পড়েছে নিউজিল্যান্ড ও ভারত। শুক্রবার ওয়েলিংটনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC Test Championship) ম্যাচ ঘিরে দুই দলের মধ্যেই উত্তেজনা তুঙ্গে। টি২০ সিরিজ ৫-০তে জয়ের পর ওডিআই সিরিজ ০-৩-এ হেরে গিয়েছে ভারত। বিরাট কোহলিদের (Virat Kohli) সামনে এখন সেই হার থেকে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের অল-উইন রেকর্ডও ধরে রাখার লক্ষ্য। সেই লক্ষ্যে নিউজিল্যান্ড ক্রিকেট দলের পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের লড়াই করতে হবে বাসিন রিজার্ভের হাওয়ার সঙ্গেও। তার সঙ্গে রয়েছে নিউজিল্যান্ডের পেস আক্রমণও। তবে, আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট দল। প্রথম টেস্টের প্রথম দিন থেকেই জয়ের লক্ষ্যে ভারত।

দল

নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডে গ্র্যান্ডহোম, কেইল জ্যামিসন, টম লাথাম (সহ-অধিনায়ক), ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেলর, নীল ওয়াগনার, বিজে ওয়াটলিং (উইকেট কিপার), ম্যাট হেনরি।

ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, শুবমান গিল, টেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), ঋষভ পন্থ (উইকেট কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, জসপ্রিত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি, ইশান্ত শর্মা।

Comments
সম্পর্কিত খবর
১০ উইকেটে হেরে টসকেই দায়ী করছেন বিরাট কোহলি
১০ উইকেটে হেরে টসকেই দায়ী করছেন বিরাট কোহলি
প্রথম টেস্টে ভারতকে ১০ উইকেটে হারাল নিউজিল্যান্ড, সিরিজ ১-০ করল কিউয়িরা
প্রথম টেস্টে ভারতকে ১০ উইকেটে হারাল নিউজিল্যান্ড, সিরিজ ১-০ করল কিউয়িরা
নিউজিল্যান্ড বনাম ভারত: তৃতীয় দিনের শেষে চালকের আসনে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড বনাম ভারত: তৃতীয় দিনের শেষে চালকের আসনে নিউজিল্যান্ড
গত তিনদিনে মাত্র ৩-৪ ঘণ্টা ঘুম! তিন উইকেট নিয়েও পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন ইশান্ত শর্মা
গত তিনদিনে মাত্র ৩-৪ ঘণ্টা ঘুম! তিন উইকেট নিয়েও পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন ইশান্ত শর্মা
নিউজিল্যান্ড বনাম ভারত: চা-পানের বিরতিতে ভারত ৭৮/২
নিউজিল্যান্ড বনাম ভারত: চা-পানের বিরতিতে ভারত ৭৮/২
Advertisement