New Zealand vs India 1st T20I: শুরু করলেন লোকেশ-বিরাট, শেষ করলেন শ্রেয়াস

Updated: 24 January 2020 15:57 IST

NZ vs IND 1st T20I: পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচ জিতেই নিউজিল্যান্ড সফর শুরুকরে দিল টিম কোহলি।

New Zealand vs India 1st T20I, NZ vs IND: India Beat New Zealand By 6 Wickets
NZ vs IND T20I: নিউজিল্যান্ডে ভারতের শুরুটা ভালো হল © টুইটার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ বিরাট কোহলি শুরু করেছিল টস জিতেই। ম্যাচেও জয়য় তুলে নিল ভারত। ইডেন পার্কে টস জিতে প্রথমে হোম টিমকেই ব্যাট করতে পাঠিয়েছিলেন তিনি। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে হাফ-সেঞ্চুরি করলেন তিন জন। ওপেন করতে নেমে কলিন মুনরো করলেন ৫৯ রান। ৩০ রাননে আউট হলেন আর এক ওপেনার মার্টিন গাপ্তিল। এর পর তিন নম্বরে নেমে ২৬ বলে ৫১ রানের ইনিংস খেললেন কেন উইলিয়ামসন। ২৭ বলে ৫৪ রান করে অপরাজিত থাকলেন রস টেলর। ভারতের হয়ে একটিই করে উইকেট নিলেন শিভম দুবে, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চাহাল, শার্দূল ঠাকুর ও জসপ্রিত বুমরা। ২০৪ রানের লক্ষ্যে ভারত পৌঁছে যায় এক ওভার বাকি থাকতেই। লোকেশ রাহুল ও বিরাট কোহলি ভিতটা তৈরি করে দিয়েছিলেন। শেষটা করে দিল শ্রেয়াস আয়ারের দুরন্ত ব্যাটিং। চাপের মধ্যে হাফ-সেঞ্চুরিটিও সেরে ফেললেন। ছক্কা হাকিয়ে ১৯তম ওভারের শেষ বলে ভারতকে ৬ উইকেটে জয় এনে দিলেন তিনি। 

দেখুন ম্যাচের লাইভ আপডেট

টিম সাউদিকে ছক্কা হাঁকিয়ে এক ওভার বাকি থাকতেই ৬ উইকেটে জয় তুলে নিলেন শ্রেয়াস আয়ার। ২৯ বলে ৫৮ রান করে অপরাজিত থাকলেন তিনি। ১৪ রানে অপরাজিত থাকলেন মণীশ পাণ্ড্যে। 

১৯ ওভার: ভারত ২০৪-৪।

১৮.২ ওভার: টিম সাউদিকে পর পর দুই বলে ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে বল ও রানের ব্যবধান অনেকটাই কমিয়ে ফেললেন শ্রেয়াস আয়ার। 

শেষ মুহূর্তের লড়াই চালিয়ে যেতে হলে টিকে থাকতে হবে মণীশ পাণ্ড্যে ও শ্রেয়াস আয়ারকে। প্রথম চার ব্যাটসম্যান দ্রুত ফিরে যাওয়ায় পুরো চাপটা এসে পড়েছে মিডল অর্ডারের উপর।

১৮ ওভার: ভারত ১৮৬-৪।

১৭ ওভার: ভারত ১৭৫-৪।

১৬ ওভার: ভারত ১৬৫-৪।

ইশ সোধিকে মণীশ পাণ্ড্যের ছক্কা। তার এক বল আগেই তাঁকে বাউন্ডারি হাঁকিয়েছেন শ্রেয়াস আয়ার। এই ওভার থেকে ভারতের দুই ব্যাটসম্যান তুলে নিয়েছেন ১৪ রান।

১৫ ওভার: ভারত ১৫১-৪।

১৪ ওভার: ভারত ১৪৪-৪। 

১৩.২ ওভার: নেমেই আউট শিভম দুবে। ইশ সোধির বলে সাউদিকে ক্যাচ তুলে দিলেন, করলেন মাত্র ৯ রান।

১৩ ওভার: ভারত ১৪২-৩।

১২ ওভার: ভারত ১২৯-৩।

১১.১ ওভার: আউট বিরাট কোহলি। ৩২ বলে ৪৫ রান করলেন তিনি। টিকনারের বলে গাপ্তিলকে ক্যাচ তুলে দিলেন। 

১১ ওভার: ভারত ১২১-২।

১০ ওভার: ভারত ১১৫-২।

৯.৬ ওভার: আউট লোকেশ রাহুল। ইশ সোধির বলে বোল্ড হয়ে গেলেন লোকেশ রাহুল। ২৭ বলে করলেন ৫৬ রান।

৯ ওভার: ভারত ১০৭-১।

৮ ওভার: ভারত ৯১-১।

৭ ওভার: ভারত ৭৭-১।

৬ ওভার: ভারত ৬৫-১।

শুরুতেই ওপেনার রোহিত শর্মা ফিরে গেলেও লোকেশ রাহুল ও বিরাট কোহলি প্রতি ওভারে ১০ রানের উপর করে করে যাচ্ছেন।

৫ ওভার: ভারত ৫৭-১।

৪ ওভার: ভারত ৪১-১।

৩ ওভার: ভারত ৩১-১।

২ ওভার: ভারত ২১-১।

লোকেশ রাহুলের সঙ্গে ব্যাট করতে নেমেছেন অধিনায়ক বিরাট কোহলি।

১.৪ ওভার: আউট রোহিত শর্মা। সাঁতনারের বলে রস টেলরকে ক্যাচ দিয়ে ফিরলেন ওপেনার রোহিত। রান করলেন মাত্র ৭।

১ ওভার: ভারত ৪-০।

ভারতের ব্যাটিং শুরু। 

২০ ওভার: নিউজিল্যান্ড ২০৩-৫।

১৯.৩ ওভার: টেলরের হাফ-সেঞ্চুরি। ছ'বছরে এই প্রথম হাফ -সেঞ্চুরি করলেন তিনি। 

১৯.২ ওভার: চোট বুমরার। ফিল্ডিং করার সময় বাঁ পায়ের গোড়ালি টুইস্ট হয়ে গিয়েছে। ফিজিওরা তাঁকে দেখছেন। তবে চিকিৎসার পর আবার বল করতে নেমেছেন তিনি। 

১৯ ওভার: নিউজিল্যান্ড ১৯১-৫।

১৮.২ ওভার: দারুণ ফিল্ডিং চাহালের। বাউন্ডারি বাঁচিয়ে দিলেন তিনি।

১৮ ওভার: নিউজিল্যান্ড ১৮২-৫।

১৭.৫ ওভার: আউট সিফার্ট। জসপ্রিত বুমরার বলে মাত্র ১ রান করে শ্রেয়াস আয়ারকে ক্যাচ তুলে দিলেন সিফার্ট।

১৭ ওভার: নিউজিল্যান্ড ১৭৮-৪।

৬.৬ ওভার: আউট কেন উইলিয়ামসন। ৫১ রান করে চাহালের বলে কোহলিকে ক্যাচ হিয়ে প্যাভেলিয়নে ফিরলেন কেনন উইলিয়ামসন।

১৬ ওভার: নিউজিল্যান্ড ১৬৫-৩।

চাহালের বোলিং আবার প্রশ্নের মুখে। পর পর বাউন্ডারি, ওভার বাউন্ডারি হজম করতে হচ্ছে তাঁকে। এক ওভারে তিনি ২২ রান দিলেন।

১৫ ওভার: নিউজিল্যান্ড ১৪৩-৩।

১৪ ওভার: নিউজিল্যান্ড ১৩০-৩।

১৩ ওভার: নিউজিল্যান্ড ১২১-৩।

১২.২ ওভার: আউট কলিন ডে গ্র্যান্ডহোম। জাডেজার বলে কোনও না  করেই শিভম দুবেকে ক্যাচ তুলে দিলেন তিনি।।

১২ ওভার: নিউজিল্যান্ড ১১৬-২।

১১.৫ ওভার: আউট কলিন মুনরো। ৪২ বলে ৫৯ রান করে শার্দূল ঠাকুরের বলে চাহালকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন মুনরো।

১১ ওভার: নিউজিল্যান্ড ১০২-১।

১০ ওভার: নিউজিল্যান্ড ৯১-১।

৯ ওভার: নিউজিল্যান্ড ৮৪-১।

৮ ওভার: নিউজিল্যান্ড ৮১-১।

৭.৫ ওভার: আউট গাপ্তিল। ১৯ বলে ৩০ রান করে শিভম দুবের বলে ক্যাচ তুলে দিলেন রোহিত শর্মাকে। ব্যাট করতে নেমেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

৭ ওভার: নিউজিল্যান্ড ৭৩-০।

৬ ওভার: নিউজিল্যান্ড ৬৮-০।

৭ ওভার: নিউজিল্যান্ড ৭৩-০।

৬ ওভার: নিউজিল্যান্ড ৬৮-০।

৯ বলে ৩৩ রানে ব্যাট করছেন কলিন মুনরো। গাপ্তিলের রান ১১ বলে ১৫।

৫ ওভার: নিউজিল্যান্ড ৫২-০।

ঝোড়ো ব্যাটিং ওপেনার কলিন মুনরোর। উল্টোদিকে ধরে খেলছেন মার্টিন গাপ্তিল। ইতিমধ্যেই ৫০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে নিউজিল্যান্ড।

৪ ওভার: নিউজিল্যান্ড ৪৪-০।

৩ ওভার: নিউজিল্যান্ড ২৬-০।

২ ওভার: নিউজিল্যান্ড ১৯-০।

১ ওভার: নিউজিল্যান্ড ৭-০।

নিউজিল্যান্ডের ব্যাটিং শুরু। ওপেন করতে নেমেছেন মার্টিন গাপ্তিল ও কলিন মুনরো। ভারতের হয়ে বল হাতে শুরু করেছেন জসপ্রিত বুমরা।

টস জিত প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বিরাট কোহলির।

ভারতীয় টি২০ দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মণীশ পাণ্ড্যে, শিভম দুবে, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরা, মহম্মদ শামি, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর।

নিউজিল্যান্ড টি২০ দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপ্তিল, রস টেলর, কলিন মুনরো, কলিন ডে গ্র্যান্ডহোম, মিচেল সাঁতনার, টিম সিফার্ট, হামিশ বেনেট, ইশ সোধি, টিম সাউদি, ব্লেয়ার টিকনার।

Comments
হাইলাইট
  • প্রথম টি২০তে মুখোমমুখি নিউজিল্যান্ড-ভারত
  • চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওপেনার শিখর ধাওয়ান
  • ইতিহাস বলছে টি২০তে ভারতের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অনেকটাই এগিয়ে কিউইরা
সম্পর্কিত খবর
ভারতের বিরুদ্ধে টেস্ট দলে ফিরলেন Trent Boult
ভারতের বিরুদ্ধে টেস্ট দলে ফিরলেন Trent Boult
বিরাট কোহলির চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতায় আপ্লুত Steve Waugh
বিরাট কোহলির চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতায় আপ্লুত Steve Waugh
এই বছরের শেষে অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্ট খেলবে ভারত, জানালেন Sourav Ganguly
এই বছরের শেষে অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্ট খেলবে ভারত, জানালেন Sourav Ganguly
IND vs NZ: অদ্ভুত মুখের ছবি টুইট করলেন বিরাট কোহলি, কী বললেন ফ্যানরা
IND vs NZ: অদ্ভুত মুখের ছবি টুইট করলেন বিরাট কোহলি, কী বললেন ফ্যানরা
অনুষ্কা শর্মার সঙ্গে বিরাট কোহলির এই অন্তরঙ্গ ছবি মন জিতেছে ইন্টারনেটের
অনুষ্কা শর্মার সঙ্গে বিরাট কোহলির এই অন্তরঙ্গ ছবি মন জিতেছে ইন্টারনেটের
Advertisement