Listen to the latest songs, only on JioSaavn.com
 

চতুর্থ টি২০তে ধোনির নামে ব্যানার, ‘‘আমরা তোমাকে মিস করছি’’

Updated: 31 January 2020 23:25 IST

MS Dhoni বিশ্বকাপের পর থেকে দেশের জার্সিতে খেলতে নামেননি যার ফলে তাঁর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বিস্তর জল্পনা।

MS Dhoni Fans Come Up With Special Banner For Former India Captain During 4th T20I vs New Zealand
MS Dhoni বাদ পড়েছেন বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকে © এএফপি

তিনি আছেন টিম বাসে, তিনি আছেন গ্যালারিতে সমর্থকদের মধ্যে। তিনি MS Dhoni। ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের পর থেকে আর তাঁকে ক্রিকেট মাঠে দেশের জার্সিতে খেলতে দেখা যায়নি। কিন্তু তিনি রয়েছেন স্বমহিমায় সমর্থকদের মধ্যে। সে তিনি অধিনায়ক ধোনি হোক বা উইকেট কিপার ধোনি। দেশের জার্সিতে অজস্র সফল পারফর্মেন্স রয়েছে তাঁর ঝুলিতে। সব আইসিসি ট্রফি রয়েছে তাঁর জয়ের তালিকায়। ১৯৮৩-র পর আবার ২০১১-তে ভারতকে ৫০ ওভারের বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনিই। তাঁকে এত সহজে যে সমর্থকরা ভুলবেন না সেটা তো স্বাভাবিকই। তার প্রমান পাওয়া গেল সুদূর নিউজিল্যান্ডেও।   

ওয়েলিংটনে চতুর্থ টি২০-র সময় শুক্রবার স্কাই স্টেডিয়ামে দেখা যায় সেই ব্যানার। যা আরও একবার ভারতীয় শিবিরে ফিরিয়ে আনল ধোনিকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের টুইটার হ্যান্ডলে সেই ছবি পোস্ট করা হয়। সেখানে বিসিসিআই লেখে, ‘‘শুধু ফ্যানদের বিষয়।''

এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরে রয়েছে ভারতীয় দল। যে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছিল। তার পর থেকে ধোনি মানেই জল্পনা।

বিশ্বকাপের পর প্রথম দু'মাসের ছুটি নিয়েছিলেন ধোনি। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ভারত। তার পর দেশের মাটিতে একগুচ্ছ সিরিজ খেলেছে ভারত। সেখানে বেশিরভাগই ছিল ওডিআই ও টি২০। যেখানে খেলতেই পারতেন ধোনি। কিন্তু তেমনটা হয়নি।

সম্প্রতি ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল টিম বাসে ধোনি যে সিটে বসতেন তার পাশে বসে খোলসা করেছেন এখনও সেই সিটে কেউ বসেন না। তিনিও যে ধোনিকে মিস করছেন তা জানাতে ভোলেননি।

সম্প্রতি ধোনি বাদ পড়েছেন বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকে। যেটা ধোনি বিদায়ের জল্পনাকে আরও উসকে দিয়েছে। যদিও ধোনি বলেছিলেন, জানুয়ারির আগে তাঁকে এই নিয়ে কিছু জিজ্ঞেস না করতে। যদিও জানুয়ারি শেষ হয়ে গল, কিন্তু ধোনি তাঁর ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য এখনও পর্যন্ত করেননি। তিনি কেন না বিসিসিআই না টিম ইন্ডিয়ার কেউ, ধোনি নিয়ে সবার মুখে কুলুপ।

Comments
হাইলাইট
  • বিশ্বকাপের পর থেকে আর খেলতে দেখা যায়নি ধোনিকে
  • এমএস ধোনির ফ্যানরা অবশ্য তাঁকে এক মুহূর্তের জন‌্যও ভু‌লতে পারেননি
  • নিউজিল্যান্ডেও পাওয়া গেল তার প্রমান
সম্পর্কিত খবর
বিরাট কোহলি-পিটারসেনের লাইভ চ্যাটের মধ্যে ঢুকে পড়লেন অনুষ্কা শর্মা!
বিরাট কোহলি-পিটারসেনের লাইভ চ্যাটের মধ্যে ঢুকে পড়লেন অনুষ্কা শর্মা!
২০১১ বিশ্বকাপের স্বস্তির মুহূর্ত নিয়ে কী বললেন সুরেশ রায়না ও যুবরাজ সিং
২০১১ বিশ্বকাপের স্বস্তির মুহূর্ত নিয়ে কী বললেন সুরেশ রায়না ও যুবরাজ সিং
২০১১ বিশ্বকাপের উইনিং ছক্কা নিয়ে মানুষের ঘোর গৌতম গম্ভীরকে বিরক্তি দেয়
২০১১ বিশ্বকাপের উইনিং ছক্কা নিয়ে মানুষের ঘোর গৌতম গম্ভীরকে বিরক্তি দেয়
২০১১-তে আজকের দিনে ২৮ বছর পর ভারতকে ওডিআই বিশ্বকাপ এনে দিয়েছিলেন এমএস ধোনি
২০১১-তে আজকের দিনে ২৮ বছর পর ভারতকে ওডিআই বিশ্বকাপ এনে দিয়েছিলেন এমএস ধোনি
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
Advertisement