Listen to the latest songs, only on JioSaavn.com
 

‘‘জীবন হল আশীর্বাদ’’, ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে লিখলেন Virat Kohli

Updated: 30 January 2020 14:16 IST

টানটান উত্তেজনা আর নাটকীয় ম্যাচ জিতে সিরিজ দখলে নেওয়ার পর কিছুটা সময় প্রকৃতির মাঝেই কাটালেন Virat Kohli।

Virat Kohli Calls Life A "Blessing" In Latest Instagram Post, Fans Pour In Love
Virat Kohli ইনস্টাগ্রামে অন্যরকম একটি ছবি পোস্ট করলেন © ইনস্টাগ্রাম

Virat Kohli ভারতকে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি২০ সিরিজ জিততে সাহায্য করেছে। বুধবার পাঁচ ম্যাচের সিরিজের তিন ম্যাচ জিতে সিরিজ দখলে নিয়ে নিয়েছে ভারত। বৃহস্পতিবারই তিনি ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে গাছে ঘেরা একটি জলাশয়ের দিকে নেমে গিয়েছে সিঁড়ি এবং সেখানে একদম নিচের সিঁড়িতেই জলের দিকে মুখ করে বসে রয়েছেন ভারত অধিনায়ক। পিছন থেকে কেউ সেই ছবি তুলে দিয়েছেন তা তো বোঝাই যাচ্ছে। সেই ছবি পোস্ট করে বিরাট কোহলি ক্যাপশনে লেখেন, ‘‘জীবন হল আশীর্বাদ।'' বিরাট কোহলি পোস্ট করার সঙ্গে সঙ্গে ফ্যানরা অধিনায়কের জন্য তাঁদের ভালবাসার ছড়িয়ে দিতে একটুও সময় নেননি।

Life is a blessing.

A post shared by Virat Kohli (@virat.kohli) on

মাঠে যদিও সব নজর কেড়ে নিয়েছিলেন রোহিত শর্মা তাঁর ব্যাটিং দৌড়াত্মে। প্রথম সুপার ওভারে ব্যাট করতে নেমেই বাজিমাত করেছেন তিনি।

বুধবার ভারত প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের সামনে ১৮০ রানের টার্গেট রেখেছিল। কিন্তু কেন উইলিয়ামসনের ঝোড়ো ৯৫ রানের ইনিংসও তাঁদের সেই লক্ষ্যে পৌঁছতে দেয়নি। বরং এক রান আগেই থামতে হয়। ম্যাচ ড্র হয়ে যায়। যার ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

ম্যাচে পার্থক্য গড়ে দেন মহম্মদ শামি ও রোহিত শর্মা, প্রশংসায় Virat Kohli

তার আগে অবশ্য ব্যাট হাতে ৪০ বলে ৬৫ রানের ইনিংস খেলে ভারতকে শক্ত ভিত তৈরি করতে সাহায্য করেন রোহিত শর্মা। কাজ যে তার পরও বাকি ছিল তা কে জানত। তাও আবার সুপার ওভারে।

সুপার ওভারে নিউজিল্যান্ডের ১৭ রান তাড়া করতে নেমে দুরন্ত ব্যাট করে ২০ রান তুলে নেন রোহিত। শেষ দুই বলে যখন ১০ রান দরকার তখন জোড়া ছক্কা হাঁকিয়ে ভারতকে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি২০ সিরিজ জিতিয়ে দেন রোহিত।

দুই দলেরই হাতে রয়েছে আরো দুটো ম্যাচ। নিউজিল্যান্ডের সামনে যেমন সেই দুই ম্যাচ জিতে ঘরের মাঠে আত্মসম্মান ফিরিয়ে আনার লক্ষ্য তেমনই ভারত চায় ক্লিন সুইপ। সঙ্গে অবশ্য বেঞ্চে বসে থাকা ক্রিকেটারদেরও খেলিয়ে এই সুযোগকে কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট।(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Comments
হাইলাইট
  • বৃহস্পতিবার বিরাট কোহলি ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করলেন
  • বিরাট কোহলির নেতৃত্বে নিউজিল্যান্ডে প্রথম টি২০ সিরিজ জিতে নিয়েছে ভারত
  • সুপার ওভারে তৃতীয় টি২০ জিতে নেয় ভারত
সম্পর্কিত খবর
অনুষ্কা শর্মার সঙ্গে ছবি পোস্ট করে বিরাট কোহলি আবার সাবধান করলেন সবাইকে
অনুষ্কা শর্মার সঙ্গে ছবি পোস্ট করে বিরাট কোহলি আবার সাবধান করলেন সবাইকে
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
লকডাউনের মধ্যেও স্বস্তি খুঁজে পাচ্ছেন অনুষ্কা শর্মা-বিরাট কোহলি
লকডাউনের মধ্যেও স্বস্তি খুঁজে পাচ্ছেন অনুষ্কা শর্মা-বিরাট কোহলি
সৌরভের মতো অধিনায়ক হিসাবে ততটা সমর্থন পাইনি ধোনি-কোহলির থেকে: যুবরাজ সিং
সৌরভের মতো অধিনায়ক হিসাবে ততটা সমর্থন পাইনি ধোনি-কোহলির থেকে: যুবরাজ সিং
নিজের মাথা মুড়িয়ে বিরাট কোহলিকে চ্যালেঞ্জ দিলেন ডেভিড ওয়ার্নার
নিজের মাথা মুড়িয়ে বিরাট কোহলিকে চ্যালেঞ্জ দিলেন ডেভিড ওয়ার্নার
Advertisement