Listen to the latest songs, only on JioSaavn.com
 

Jasprit Bumrah বল হাতে ভয়ঙ্কর, মন্তব্য নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের

Updated: 12 February 2020 16:30 IST

Kane Williamson তাঁকে প্রশংসায় ভরালেও তিন ম্যাচের একদিনের সিরিজে জসপ্রিত বুমরার থেকে তাঁর সেরাটা পাওয়া যায়নি।

Kane Williamson Backs Out-Of-Form Jasprit Bumrah
Jasprit Bumrah এই সিরিজে একটিও উইকেট পাননি © এএফপি

তিনি সেই চেনা ছন্দে এখনও ফিরতে পারেননি। চোট সারিয়ে ম্যাচ ফিট হয়ে দলে যোগ দিলেও Jasprit Bumrah নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে তাঁর ঝুলি শূন্য কিন্তু তাঁর ক্ষমতা নিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনা চলছেই। তিন ম্যাচের ওডিআই সিরিজ ০-৩-এ হেরে গিয়েছে ভারত। কিন্তু নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন সিরিজ শেষে জসপ্রিত বুমরার প্রশংসা করলেন। তাঁর মতে, বুমরা বল হাতে সব সময়ই ব্যাটসম্যানদের জন্য থ্রেট। তিনি বলেন, ‘‘আমরা জানি যে বুমরা বিশ্বমানের বোলার এবং সেটা সব ফর্ম্যাটেই।'' তৃতীয় একদিনের ম্যাচ পাঁচ উইকেটে জিতে নেয় নিউজিল্যান্ড।

উইলিয়ামসন বলেন, ‘‘ওর হাতে যখন বল থাকে তখন ও ভয়ঙ্কর। কিন্তু আমার মনে হয় এই বিষয়ে আরও নজর দিতে হবে। ও অবশ্যই ম্যাচে ফিরে এসেছে অনেকদিন বাইরে থাকার পর। কিন্তু আমি যা দেখলাম ও দারুণ বল করছে।''

New Zealand vs India: হেরে ফিল্ডিংয়ের সমালোচ‌না করলেন বিরাট কোহলি

দীর্ঘদিন চোটের জন্য বাইরে থাকতে হয়েছে বুমরাকে। চোট সারিয়ে তাঁর প্রথম সিরিজ ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। এর পর সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওডিআই সিরিজ। টি২০ সিরিজে তিনি তাঁর সেরাটাই দিয়েছিলেন। শেষ টি২০তে তিনি ১২ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন। ভারত সেই সিরিজ ৫-০তে জিতে নিয়েছিল।

New Zealand vs India 3rd ODI: ভারতকে হারিয়ে সিরিজ ৩-০তে জয় কিউইদের

বুমরা ছাড়াও তিন ম্যাচের ওডিআই সিরিজে সেরা ফর্মে ছিলেন না অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু দুই ম্যাচের টেস্ট সিরিজে দলের এই দুই তারকা প্লেয়ার ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। ২১ ফেব্রুয়ারি থেকে ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট।(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Comments
হাইলাইট
  • একদিনের সিরিজ একটিও উইকেট পাননি জসপ্রিত বুমরা
  • উইলিয়ামসন তাঁকে বিশ্বমানের বোলার বলে ব্যাখ্যা করেছেন
  • উইলিয়ামসন বলেন, ও অনেকদিন পরে চোট সারিয়ে আবার ফিরেছেন
সম্পর্কিত খবর
টম লাথাম ও কেন উইলিয়ামসন আউট হওয়ার পর বিরাট কোহলির প্রতিক্রিয়া ভাইরাল
টম লাথাম ও কেন উইলিয়ামসন আউট হওয়ার পর বিরাট কোহলির প্রতিক্রিয়া ভাইরাল
দ্বিতীয় দিনের শেষে আবার ব্যাটিং ব্যর্থতায় চাপে ভারত, তিন উইকেট বোল্টের
দ্বিতীয় দিনের শেষে আবার ব্যাটিং ব্যর্থতায় চাপে ভারত, তিন উইকেট বোল্টের
শুধু বুমরার দিকে নজর দিলে বিপদে পড়বে নিউজিল্যান্ড, মনে করেন রস টেলর
শুধু বুমরার দিকে নজর দিলে বিপদে পড়বে নিউজিল্যান্ড, মনে করেন রস টেলর
ICC ODI Ranking: শীর্ষে থেকে গেলেন কোহলি, জায়গা হারালেন বুমরা
ICC ODI Ranking: শীর্ষে থেকে গেলেন কোহলি, জায়গা হারালেন বুমরা
Jasprit Bumrah বল হাতে ভয়ঙ্কর, মন্তব্য নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের
Jasprit Bumrah বল হাতে ভয়ঙ্কর, মন্তব্য নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের
Advertisement