Listen to the latest songs, only on JioSaavn.com
 

নিউজিল্যান্ডে বিরাট কোহলির সঙ্গে যোগ দিলেন Anushka Sharma, ছবি পোস্ট করলেন শামি

Updated: 13 February 2020 18:31 IST

Mohammed Shami বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সঙ্গে নিউজিল্যান্ডে ঘোরার ছবি পোস্ট করলেন।

Anushka Sharma Joins Virat Kohli And His Teammates On A Trip To Putaruru
Virat Kohli ও Anushka Sharma কিছুটা একান্তে সময় কাটাচ্ছেন নিউজিল্যান্ডে © মহম্মদ শামির ইনস্টাগ্রাম

Virat Kohli ও Anushka Sharma আপাতত ব্যাক্তিগত সময় কাটাচ্ছেন নিউজিল্যান্ডে। একদিনের সিরিজ শেষ হয়েছে। টেস্ট সিরিজ শুরুর আগে মাঝে বেশ খানিকটা সময় রয়েছে ভারতীয় দলের হাতে। টানা সিরিজের মধ্যে কিছুটা সময় একান্তে কাটানোর সুযোগ পেতেই উড়ে গিয়েছেন অনুষ্কা। ২১ ফেব্রুয়ারি থেকে ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট। বৃহস্পতিবারের পুরো সময়টাই ভারতীয় দলের ক্রিকেটাররা প্রকৃতির মধ্যে কাটালেন। মহম্মদ শামি সেই মুহূর্তের কিছু ছবিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে। যেখানে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে রয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। টি২০ সিরিজ দাপটের সঙ্গে জয়ের পর একদিনের সিরিজে মুখ থুবড়ে পড়তে হয়েছে ভারতকে। এবার টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর পালা।

বিসিসিআই দলের ঘোরার ছবি পোস্ট করেছে টুইটারে। পুতারুরুর সেই ছবি পোস্ট করে বিসিসিআই ক্যাপশন দেয়, ‘‘দীর্ঘ হাঁটা ব্লু স্প্রিংসের মধ্যে দিয়ে এবং দলের সবার এক সঙ্গে মজা। এ ভাবেই ভারতীয় ক্রিকেট দল তাদের দিন কাটাল টেস্ট সিরিজের আগে।''

ঋদ্ধিমান সাহা, চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদবকে দেখা যাচ্ছে একসঙ্গে একটি ছবিতে।

ঋষভ পন্থ, জসপ্রিত বুমরা, শুবমান গিল ও পৃথ্বী শকেও দেখা গেল এই তালিকায়।

সেডন পার্কে শুক্রবার থেকে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ড একাদশের মধ্যে তিন দিনের প্রস্তুতি ম্যাচ।

পাঁচ ম্যাচের টি২০ সিরিজে ভারত নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে। তার পরই তিন ম্যাচের একদিনের সিরিজে পাল্টা দিয়েছে নিউজিল্যান্ড। সেখানে নিউজিল্যান্ড হোয়াইটওয়াশ করেছে ভারতকে।

এ বার টেস্ট সিরিজের পালা। এই টেস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। নিউজিল্যান্ড ৬০ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজ হেরেছে নিউজিল্যান্ড। অন্য দিকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিয়েছিল।

Comments
হাইলাইট
  • ২১ ফেব্রুয়ারি থেকে ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট
  • শুক্রবার থেকে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল
  • তাঁর আগে একটা দিন ঘুরে কাটাল ভারতীয় দলের ক্রিকেটাররা
সম্পর্কিত খবর
ব্র্যাড হজের সেরা টেস্ট দলে রোহিত শর্মা, নেই বিরাট কোহলি
ব্র্যাড হজের সেরা টেস্ট দলে রোহিত শর্মা, নেই বিরাট কোহলি
বিরাট কোহলির ‘ডায়নোসর ওয়াক’ এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে মিম হয়ে
বিরাট কোহলির ‘ডায়নোসর ওয়াক’ এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে মিম হয়ে
এ বার টিকটকে বিরাট কোহলিকে ডুয়েট নাচের ডাক দিলে‌ন ডেভিড ওয়ার্নার
এ বার টিকটকে বিরাট কোহলিকে ডুয়েট নাচের ডাক দিলে‌ন ডেভিড ওয়ার্নার
এবার অক্ষয় কুমারের নাচকেও নকল করলেন ডেভিড ওয়ার্নার
এবার অক্ষয় কুমারের নাচকেও নকল করলেন ডেভিড ওয়ার্নার
ইনস্টাগ্রামে কেন উইলিয়ামসনের সঙ্গে ছবি পোস্ট করলেন বিরাট কোহলি
ইনস্টাগ্রামে কেন উইলিয়ামসনের সঙ্গে ছবি পোস্ট করলেন বিরাট কোহলি
Advertisement