
গোল্ড কোস্ট:
21 তম রাষ্ট্রমন্ডলের খেলায় বাস্কেটবল প্রতিযোগিতা খুবই নিরাশাজনক ভাবে শেষ হয়েছে. পুরুষ দলকে পর-পর তিনবার পরাজয় স্বীকার করতে হয়েছে. স্কটল্যান্ড, ক্যামেরুন এবং ইংল্যান্ডের কাছে পরাজয় স্বীকার করতে হয়.
মহিলা দলের অবস্থাও অনেকটা একই রকমই ছিল. শুরুতেই নিউজিল্যান্ডের কাছে পরাজয় স্বীকার করে ভারতীয় মহিলা দল মুখ থুবড়ে পরে. পরপর তিনবার পরাজিত হওয়ার পরে অন্তিম স্থানে এসে যায়.
Comments