
দেশের সেরা ফিল্ডারদের মধ্যে একজন Ravindra Jadeja। তিনি IPL-এ রয়েছেন Chennai Super Kings-এ। যার ফলে তাদের হয়েও যে জাডেজার সেরা ফিল্ডিং দেখা যাবে সেটাই স্বাভাবিক। যেমনটা দেখা গেল চেন্নাই-রাজস্থান ম্যাচে। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রবিবার রাজস্থানকে হারানোর ম্যাচে অনবদ্য একটি ক্যাচ নিলেন রবীন্দ্র জাডেজা। তাঁর ক্যাচেই প্যাভেলিয়নে ফিরলেন রাজস্থান অধিনায়ক Ajinkya Rahane। জাডেজা ওই ক্যাচ নেওয়ার পর মাঠ থেকে উঠতেই সবার আগে শুভেচ্ছা জানালের Suresh Raina। কাছেই ছিলেন তিনি। দৌড়ে এসে জড়িয়ে তো ধরলেনই সঙ্গে জাডেজার দাঁড়ি ওয়ালা গালে একটা চুমুও খেলেন।
দেখুন সেই পুরো ঘটনার ভিডিও:
Rahane caught Jadeja kissed Raina
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
https://t.co/cUXvADup4o #CSKvRR
এ দিন বল হাতে তেমন কিছু করতে পারেননি জাডেজা। দু'ওভারে ২৩ রান দেন তিনি।
গতবারের চ্যাম্পিয়ন সিএসকের সঙ্গে প্রবল লড়াই চলে শেষ পর্যন্ত আট রানে ম্যাচ হেরে যায় রাজস্থান। ব্যাট হাতে ম্যাচ উইনিং ইনিংস খেলেন অধিনায়ক এমএস ধোনি।
এই মরসুমে এখনও পর্যন্ত ম্যাচ হারেনি চেন্নাই। একশো শতাংশ রেকর্ড ধরে রেখেছে ধোনির দল।
চেন্নাইয়ের পরের ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে।