IPL 2019, RCB vs KKR: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ আপডেট

Updated: 05 April 2019 16:43 IST

RCB vs KKR: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  ও  কলকাতা নাইট রাইডার্সের  মধ্যে আইপিএল-এর ম্যাচটি হবে ০৫ এপ্রিল, ২০১৯।

RCB vs KKR: How To Watch Live Telecast And Updates Of The Match
© বিসিসিআই/আইপিএল

প্রতিপক্ষ বেঙ্গালুরু বলে তাদের হালকাভাবে নেওয়ার কোনও জায়গা নেই কলকাতার সামনে। কারণ ঘরের মাঠে জয়ের জন্য মরিয়া থাকবেন বিরাটরা। আইপিএল-এ এখনও জয়ের মুখ দেখেনি বেঙ্গালুরুর দল। শুক্রবার অ্যাওয়ে ম্যাচে নামার আগে খুব স্বস্তিতে নেই কলকাতা নাইট রাইডার্সও। প্রথম দুই ম্যাচে ঘরের মাঠে দারুণভাবে জয় তুলে নেওয়া কলকাতা দিল্লির মাঠে সুপার ওভারে হারের মুখ দেখেছে। বিরাটরা শেষ ম্যাচ হেরে রাজস্থানের বিরুদ্ধে সাত উইকেটে। এ বার দুই দলের সামনে লড়াইটা জয়ের তো বটেই। এক দল চাইছে প্রথম জয়ের মুখ দেখতে। অন্য দলের সামনে জয়ে ফেরার লক্ষ্য। 

কবে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  ও  কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আইপিএল-এর ম্যাচ?

 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  ও  কলকাতা নাইট রাইডার্সের  মধ্যে আইপিএল-এর ম্যাচটি হবে ০৫ এপ্রিল, ২০১৯।

 কোথায় হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  ও  কলকাতা নাইট রাইডার্সের  আইপিএল-এর ম্যাচ?

 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  ও  কলকাতা নাইট রাইডার্সের  মধ্যে আইপিএল-এর ম্যাচটি হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

কোন সময় হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  ও  কলকাতা নাইট রাইডার্সের  মধ্যে আইপিএল-এর ম্যাচ?

 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  ও  কলকাতা নাইট রাইডার্সের  মধ্যে আইপিএল-এর ম্যাচটি হবে রাত ৮টা থেকে।

 কোন টিভি চ্যানেলে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  ও  কলকাতা নাইট রাইডার্সের  মধ্যে আইপিএল-এর ম্যাচ?

 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  ও  কলকাতা নাইট রাইডার্সের  মধ্যে আইপিএল-এর ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  ও  কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আইপিএল-এর লাইভ স্ট্রিমিং কী ভাবে দেখবেন?

 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  ও  কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আইপিএল-এর লাইভ স্ট্রিমিং দেখা যাবে হট স্টারে। লাইভ আপডেটের জন্য নজর রাখুন sports.ndtv.com।

 

(সব টেলিকাস্ট ও স্ট্রিমিংয়ের সময় ব্রডকাস্টার্সদের তথ্য অনুযায়ী)

Comments
হাইলাইট
  • এখনও একটিও ম্যাচ জিততে পারেনি বেঙ্গালুরু
  • তিনটির মধ্যে দুটো জিতেছে, একটি হেরেছে কলকাতা
  • জয়ে ফেরার লক্ষ্যে নামবে কলকাতা
সম্পর্কিত খবর
শাহরুখ খানের স্যালুট আন্দ্রে রাসেলকে, তুলনা করলেন বাহুবলীর সঙ্গে
শাহরুখ খানের স্যালুট আন্দ্রে রাসেলকে, তুলনা করলেন বাহুবলীর সঙ্গে
সুরেশ রায়নাকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি
সুরেশ রায়নাকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি
IPL 2019, RCB vs KKR: রাসেলের দাপটে জয়ের মুখ থেকেই ফিরতে হল বিরাটদের
IPL 2019, RCB vs KKR: রাসেলের দাপটে জয়ের মুখ থেকেই ফিরতে হল বিরাটদের
IPL 2019, RCB vs KKR: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ আপডেট
IPL 2019, RCB vs KKR: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ আপডেট
Advertisement