আইপিএল ২০১৯ঃ ৬ উইকেটে হায়দ্রাবাদকে হারিয়ে দিল কলকাতা
March 24, 2019 21:08
আন্দ্রে রাসেল ও নিতিশ রানার দুর্ধর্ষ পারফর্মেন্সে রবিবার ইডেন গার্ডেনসে সান রাইজারস হায়দ্রাবাদকে ৬ উইকেটে পরাস্ত করলো কলকাতা নাইট রাইডারস।

৫৩ বলে ৮৫ রান করে দুর্দান্ত কামব্যাক করেন ডেভিড ওয়ারনার।

ডেভিড ওয়ারনার ও জনি বেয়ারস্টো (৩৯) যৌথভাবে ১১৮ রান করেন।

হায়দ্রাবাদের রশিদ খান এক উইকেট নিয়েছিলেন।

শুরুতে কলকাতাকে দমিয়ে রেখেছিল হায়দ্রাবাদ।

কিন্তু আন্দ্রে রাসেল ও নিতিশ রানা সেরার শিরোপা এনে দেন কলকাতাকে।