
একই সঙ্গে দু'জন ছিলেন একই মাঠে। কিন্তু একজন গ্যালারিতে আর একজন মাঠে। মাঠের তারকার কাছে হারতে হয় গ্যালারির তারকাকে। কিন্তু ম্যাচ শেষে হার-জিৎ ভুলে হিট হয়ে গেল একটা ছবি যখন মুখোমুখি হলেন এই দুই তারকা। মঙ্গলবার চিপকে MS Dhoni-র Chennai-এর কাছে হারতে হয়েছে Shah Rukh Khan-এর Kolkata-কে। এই সেই শাহরুখ যাঁর ‘Chennai Express' একসময় মুম্বই কাঁপিয়েছিল। আর এ দিন অন্য চেন্নাই এক্সপ্রেসের সামনে ধরাশায়ী হয় Shah rukh Khan-এর কলকাতা এক্সপ্রেস। ম্যাচ শেষে ধোনিকে দেখা গেল মাঠ থেকেই গ্যালারিতে দাঁড়িয়ে থাকা Shah Rukh Khan-এর সঙ্গে কথা বলতে। সেই দৃশ্য ধরা পড়ে গেল ক্যামেরায় আর সঙ্গে সঙ্গেই তা ছেয়ে গেল টুইটারে।
*#Thala, Chennai Express Super!*#WhistlePodu #Yellove #CSKvKKR pic.twitter.com/bWIx9FyCq5
— Chennai Super Kings (@ChennaiIPL) April 9, 2019
দেখে নেওয়া যাক সেরকমই কিছু মন্তব্য...
Picture of the day
— Dhoni Raina Team (@dhoniraina_team) April 9, 2019
Thala Dhoni & Shah rukh khan #CSKvKKR #MSDhoni #SRK #WhistlePodu #YelloveAgain @msdhoni @iamsrk
Courtesy : @ChennaiIPL pic.twitter.com/WbRtUWXGgi
King and Thala in 1 frame..
— B R I J W A (@BrijwaSRKman) April 9, 2019
I feel blessed
Best picture captain cool @msdhoni And king Khan @iamsrk#KKRvCSK #WhistlePodu #AnbuDen #Thala
— Jagdish Solanki (@Solanki89279095) April 9, 2019
Legends
— Sudhangshu Das (@monty19181) April 10, 2019
One is KING another is MAGICIAN
— Chowkidar Lipun Jyoti (@JyotiLipun2210) April 9, 2019
মঙ্গলবার টস জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন এমএস ধোনি। প্রথমে ব্যাট করে কেকেআর ১০৮-৯-এ শেষ হয়ে যায়। আন্দ্রে রাসেলের অপরাজিত হাফ সেঞ্চুরি শেষ সাময়িক স্বস্তি দেয়।
দীপক চাহার বল হাতে দারুন সফল। পর পর তিন উইকেট তুলে নিয়ে কলকাতাকে জোড় ধাক্কা দেন তিনি। চার ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট নেন। যার ফলে ২৯ রানে চার উইকেট চলে যায় কলকাতার। হরভজন ও ইমরান তাহির দুটো করে উইকেট নেন। রবীন্দ্র জাডেজা একটি নেন।
১০৯ রানের লক্ষ্যে নেমে ফাফ দু প্লেসি ৪৩ ও কেদার যাদব ৮ রান করে অপরাজিত থাকেন। ১৬ বল বাকি থাকতে কলকাতাকে হারিয়ে দেয় চেন্নাই।