IPL 2019: ধোনিকে রিভিউ নিতে বাধ্য করলেন দীপক চাহার

Updated: 12 April 2019 17:30 IST

ধোনিকে দেখা যায় হাসি মুখেই তাঁর কথা শুনতে। ধোনি চাহারের থেকে জানতে চান তিনি নিশ্চিত কিনা। তার পরই রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন ধোনি।

IPL 2019: Deepak Chahar Convinced MS Dhoni To Take A Review Of An LBW Call
দীপক চাহার নিশ্চিত ছিলেন তাঁর উইকেটের বিষয়ে © বিসিসিআই/আইপিএল

তাঁকে DRS-এর মাস্টার বলা হয়। তাঁর নেওয়া DRS সিদ্ধান্ত কখনও ভুল হয় না। এ বার তিনি সতীর্থর কথায় DRS নিলেন তাও আবার নতুন মুখ Deepak Chahar-এর কথায়। বৃহস্পতিবার জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে দেখা গেল এই দৃশ্য। MS Dhoni-র সঙ্গে এমনিতে তাঁর দলের সম্পর্ক খুবই ভাল। তার মধ্যে Deepak Chahar দারুন ফর্মে রয়েছেন। সে কারনে তাঁর আবদার না রেখেও পারলেন না MS Dhoni। যদিও তিনি নিজে খুব আত্মবিশ্বাসী ছিলেন না। Rajasthan royals অধিনায়ক Ajinkya Rahane-কে বল করার পর LBW-র আবেদন জানিয়েছিলেন Deepak Chahar। কিন্তু আম্পায়ার তা দেননি। তখনই তিনি অধিনায়কের কাছে আবদার করেন রিভিউ-এর। ধোনি চাহারে কথা শুনে রিভিউ নেন। এবং রিপ্লেতে দেখা যায় Ajinkya Rahane LBW আউট ছিলেন।

ম্যাচের তৃতীয় ওভারের ঘটনা। তখনও ক্রিজে জমতে পারেননি রাজস্থানের দুই ওপেনার অজিঙ্ক রাহানে ও জোস বাটলার। তখন কোনও উইকেট না হারিয়ে ৩১ রান ছলি রাজস্থানের। শেষ পর্যন্ত অবশ্য রাজস্থানকে নাটকীয়ভাবে ম্যাচ হারতে হয়। 

চাহারের ওভারের চতুর্থ বলে এগিয়ে এসে ব্যাট চালান রাহানে। কিন্তু বল মিস করেন তিনি। সেই বল তাঁর প্যাডে লাগে। কিন্তু আম্পায়ার আউট দেননি। হাসি মুখে সতীর্থর আবদার মেনে নেওয়া ধোনিকে অবশ্য পরে দেখা যায় ভয়ঙ্কর ভূমিকায়

চাহার সঙ্গে সঙ্গে ছুটে যান ধোনির কাছে।নিজের বক্তব্য জানান। ধোনিকে দেখা যায় হাসি মুখেই তাঁর কথা শুনতে। ধোনি চাহারের থেকে জানতে চান তিনি নিশ্চিত কিনা। তার পরই রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন ধোনি। তাতেই প্যাভেলিয়নে ফিরতে হয় রাহানেকে।

Comments
হাইলাইট
  • প্রথমে ধোনি আউটের বিষয়ে খুব একটা নিশ্চিত ছিলেন না
  • চাহার নিজের উইকেট নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত ছিলেন
  • অনেকে প্রশ্ন তুলছেন রিভিউ ১০ সেকেন্ড পর নেওয়া হয়েছিল
সম্পর্কিত খবর
বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন গৌতম গম্ভীর
বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন গৌতম গম্ভীর
নিজে থেকেই সরে দাঁড়ানো উচিৎ এমএস ধোনির, মনে করেন সুনীল গাভাস্কার
নিজে থেকেই সরে দাঁড়ানো উচিৎ এমএস ধোনির, মনে করেন সুনীল গাভাস্কার
কোহলি ও নির্বাচকদের ধোনিকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: Sourav Ganguly
কোহলি ও নির্বাচকদের ধোনিকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: Sourav Ganguly
ধোনির অবসর নিয়ে গুঞ্জন, প্রসাদ ও সাক্ষীর পর এবার সম্ভাবনা নাকচ করল সিএসকে
ধোনির অবসর নিয়ে গুঞ্জন, প্রসাদ ও সাক্ষীর পর এবার সম্ভাবনা নাকচ করল সিএসকে
কোহলির টুইট ঘিরে ধোনির অবসরের জল্পনা, কী জানালেন প্রধান নির্বাচক
কোহলির টুইট ঘিরে ধোনির অবসরের জল্পনা, কী জানালেন প্রধান নির্বাচক
Advertisement