
রবিবার প্রথম ম্যাচে Virat Kohli-র মুখোমুখি Shreyas Iyer। এই প্রথম IPL 2019-এ Delhi Capitals-কে নিয়ে স্বপ্ন দেখছেন ফ্যানরা। প্রতিপক্ষ যখন লিগ তালিকার শেষ থাকা Royal Challengers Bangalore তখন আত্মবিশ্বাসটা কিছু বেশিই। যদিও সম্প্রতি ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াই দিয়ে জয় তুলে নিয়েছে ব্যাঙ্গালোর। যদিও লিগ তালিকার বিচারে তারা সবার শেষে। মুম্বই জেতায় দিল্লি নেমে গিয়েছে তিন নম্বরে। কিন্তু ঘরের মাঠ ফিরোজ শা কোটলায় ব্যাঙ্গালোরকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করতে চাইবে দিল্লি। তিন ম্যাচ জয় নিয়ে নিজের শহরে নামছেন Virat Kohli। একটা জয় এক লাফে তাদের তুলে আনতে পারে পাঁচ নম্বরে। ছয়ে থাকা কলকাতা, সাতে রাজস্থান ও আটে থাকা ব্যাঙ্গালোরের পয়েন্ট আট। একটা জয়, একটা হারই বদলে দিতে পারে যে কোনও দলের ভাগ্য। যে কারনে আট নম্বর দল পর্যন্ত এখনও রয়েছে প্লে-অফের সুযোগ।
কবে হবে দিল্লি ক্যাপিটাল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে আইপিএল-এর ম্যাচ?
দিল্লি ক্যাপিটাল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে আইপিএল-এর ম্যাচটি হবে ২৮ এপ্রিল, ২০১৯।
কোথায় হবে দিল্লি ক্যাপিটাল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএল-এর ম্যাচ?
দিল্লি ক্যাপিটাল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে আইপিএল-এর ম্যাচটি হবে দিল্লির ফিরোজ শা কোটলায়।
কোন সময় হবে দিল্লি ক্যাপিটাল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে আইপিএল-এর ম্যাচ?
দিল্লি ক্যাপিটাল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে আইপিএল-এর ম্যাচটি হবে বিকেল ৪টে থেকে।
কোন টিভি চ্যানেলে দেখা যাবে দিল্লি ক্যাপিটাল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে আইপিএল-এর ম্যাচ?
দিল্লি ক্যাপিটাল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে আইপিএল-এর ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
দিল্লি ক্যাপিটাল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে আইপিএল-এর লাইভ স্ট্রিমিং কী ভাবে দেখবেন?
দিল্লি ক্যাপিটাল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে আইপিএল-এর লাইভ স্ট্রিমিং দেখা যাবে হট স্টারে। লাইভ আপডেটের জন্য নজর রাখুন sports.ndtv.com।
(সব টেলিকাস্ট ও স্ট্রিমিংয়ের সময় ব্রডকাস্টার্সদের তথ্য অনুযায়ী)