
বলিউড জুড়ে এখন যেন প্রেম প্রেম মরশুম। কেউ কেউ যেমন নিজের পছন্দের মানুষের সাথে গাঁটছড়া বাঁধতে ব্যস্ত, তেমনি আবার কেউ কেউ নিজের মনের মানুষটিকে খুঁজে নিতে খুব বেশি অপেক্ষা করছে না। কিছুদিন আগে সকলের সামনে আসা জনপ্রিয় অভিনেতা রনবীর কাপুর আর আলিয়া ভাটের নতুন সম্পর্কের চর্চা এখন সবার মুখে মুখে। আর এরই মাঝে আরেক নতুন সম্পর্কের দানা বাঁধছে জনপ্রিয় ক্রিকেটার এবং বলিউডের উঠতি নায়িকার মধ্যে।
হ্যাঁ আপনি ঠিকই শুনছেন। 'কিংস ইলেভেন পাঞ্জাব' টিমের খ্যাত ক্রিকেটার কে.এল.রাহুল ও 'মুন্না মাইকেল' ছবির অভিনেত্রী নিধি আগারওয়ালকে নিয়ে বেশকিছু দিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। দুজনের মধ্যে বন্ধুন্তের সম্পর্ক বেশ জমেছে এখন। দুজনকে একসাথে অনেকবার অনেক জায়গায় দেখাও গিয়েছে। তাই দুয়ে দুয়ে চার করতে খুব বেশি সময় লাগেনি। তাছাড়া ক্রিকেটার এবং অভিনেত্রীর জুটি তো চিরকালই সুপারহিট। তাই এক্ষেত্রেও সবাই নতুন রানের আশা তো করবেই।
তবে কে.এল.রাহুল নিধির সাথে তার সম্পর্ককে বন্ধুত্বের তকমাই দিয়েছেন। তিনি এক সাক্ষাতকারে জানান তারা দুজনেই বহুদিন ধরেই এক অপরকে চেনে এবং তারা দুজনেই খুব ভাল বন্ধু। তারা দুজনেই একই শহর থেকে এসেছে। আইপিএল-এ রান হোল্ডারদের মধ্যে তৃতীয় স্থানাধীকার খেলোয়াড় এ ও বলেন যে নারীরা রানির মত হয়। তাই যখন তিনি কারোর সাথে সম্পর্কে বাঁধা পড়বে তখন নিজেই সকলকে জানাবে। একজন ছেলে আর মেয়ে কি বন্ধু হতে পারেনা- এই চিরচারিত প্রশ্নটিও সবার জন্য ছুড়ে দিয়েছে ক্রিকেটার।
অবশ্য সে কথায় কান দিচ্ছে কে? সব সম্পর্কের শুরুই যে বন্ধুত্ব দিয়ে হয় তা জানতে কি আর কারোর বাকি আছে!