Listen to the latest songs, only on JioSaavn.com
 

India vs Sri Lanka 1st T20: বাতিল হয়ে গেল প্রথম ম্যাচ

Updated: 05 January 2020 22:13 IST

Live Score, India vs Sri Lanka 1st T20I: নতুন বছরে সাফল্য ধরে রাখাই লক্ষ্য ভারতীয় ক্রিকেট দলের।

India vs Sri Lanka 1st T20I: The Match Has Been Called Off
IND vs SL T20I: যেভাবে শেষ করেছিল সেখান থেকেই শুরু করতে চান বিরাট কোহলি © এএফপি

শুরুই করা গেল না ম্যাচ। রাত ৯.৫৪ মিনিটে ম্যাচ বাতিলের কথা ঘোষণ করে দেওয়া হল। টসের পরেই গুয়াহাটিতে প্রবল বৃষ্টি শুরু হওয়ায় ভারত-শ্রীলঙ্কা প্রথম টি২০ শুরু করা যায়নি। দু'বার ইতিমধ্যেই মাঠ ঘুরে দেখেছেন আম্পায়াররা। কিন্তু ততবারই আবার বৃষ্টি প্রবল বেগে শুরু হয়। এই অবস্থায় পুরো ম্যাচ খেলাটা কখনওই সম্ভব ছিল না তা নিশ্চিত। ওভার কমিয়ে খেলা শুরু হতে পারত যদি সময়মতো বৃষ্টি থেমে যেত এবং ম্যাচ শুরু করার মতো পরিস্থিতি থাকত মাঠের। ন'টার সময় আবার মাঠ পরিদর্শন করেও খেলা শুরু করা যায়নি। আবার ৯.৩০-এ মাঠ পরিদর্শন করার পরই সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচ বাতিলের। যদি ৯.৪৫-এ খেলা শুরু করা যেত তা হলে ৫-৫ ওভারের খেলা হতো। কিন্তু সেটাএও সম্ভব হল না। একরাশ হতাশা নিয়েই ফিরতে হল দর্শকদের।

গুয়াহাটিতে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু মাঠে এক বলও গড়াল না। Indian Cricket Team -এর সামনে নতুন বছর সাফল্যের সঙ্গেই শুরু করার লক্ষ্য ছিল। কিন্তু বছরের প্রথম ম্যাচই বৃষ্টিতে ভেস্তে গেল।

বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামার কথা ছিল ভারতের। প্রথম ম্যাচ ছিল রবিবার গুয়াহাটি বর্সাপারা ক্রিকেট স্টেডিয়ামে। ভারতীয় দলের জন্য সুখবর ছিল দলে ফিরেছেন ওপেনার Shikhar Dhawan ও পেসার Jasprit Bumrah।

ডোমেস্টিক পর্যায়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন ধাওয়ান যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে থাকলেও শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হয় তাঁকে। অন্যদিকে বুমরা ঘরের মাঠে বিশ্বকাপ পরবর্তী কোনও সিরিজে খেলতে পারেননি। পিঠের চোটে ভুগছিলেন তিনি। কিন্তু শুরুটা করা হল না তাঁদের। 

ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচ মঙ্গলবার ইন্দোরে।

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্থ, শিভম দুবে, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, নভদীপ সাইনি, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর।

শ্রীলঙ্কা দল: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), দানুষ্কা গুনাথিলকা, অভিষ্কা ফার্নান্ডো, কুশল পেরেরা, ওশাদা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষ, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, ইসুরু উদানা, ওয়ানিন্দু হসারঙ্গা, লাহিরু কুমারা।

Comments
সম্পর্কিত খবর
India vs Sri Lanka 1st T20: বাতিল হয়ে গেল প্রথম ম্যাচ
India vs Sri Lanka 1st T20: বাতিল হয়ে গেল প্রথম ম্যাচ
ভারতের হয়ে বড় টি২০ রেকর্ডের সামনে Jasprit Bumrah ও Yuzvendra Chahal
ভারতের হয়ে বড় টি২০ রেকর্ডের সামনে Jasprit Bumrah ও Yuzvendra Chahal
India vs Sri Lanka, 1st T20I: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
India vs Sri Lanka, 1st T20I: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
India vs Sri Lanka, 1st T20I Preview: নতুন বছরে সফল শুরুর লক্ষ্যে ভারতীয় দল
India vs Sri Lanka, 1st T20I Preview: নতুন বছরে সফল শুরুর লক্ষ্যে ভারতীয় দল
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের আগে চেনা ছন্দে Jasprit Bumrah
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের আগে চেনা ছন্দে Jasprit Bumrah
Advertisement