Listen to the latest songs, only on JioSaavn.com
 

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের আগে চেনা ছন্দে Jasprit Bumrah

Updated: 04 January 2020 13:44 IST

Jasprit Bumrah রবিবার আবার ভারতীয় দলে ফিরছেন সব চোট-আঘাত সমস্যাকে পিছনে ফেলে।

Jasprit Bumrah "Back In Comfort Zone" Ahead Of Sri Lanka T20Is
Jasprit Bumrah নিশ্চিত করলেন তিনি পুরো ফিট © টুইটার

Jasprit Bumrah ভারতের বিরুদ্ধে নামার জন্য পুরোপুরি তৈরি। পিঠের চোটের জন্য অনেকদিন তাঁকে বাইরে থাকতে হয়েছে এবার তিনি যে ফিরছেন তার আগাম বার্তা দিয়ে রাখলেন তিনি। রবিবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হচ্ছে তিন ম্যাচের টি২০ সিরিজ। প্রথম ম্যাচ গুয়াহাটিতে। ২৬ বছরের এই ফাস্ট বোলার তার আগে টুইট করে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সাবধান করে দিলেন তিনি।তিনি টুইটে লেখেন, ‘‘ব্যাক ইন কমফোর্ট জোন''। শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়া (BCCI) একটি ভিডিও পোস্ট করে। যেখানে জসপ্রিত বুমরাকে দেখা যাচ্ছে নেটপ্র্যাকটিস করছেন প্রথম ম্যাচের আগে। এই বছরের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে।

বিসিসিআই সেই ভিডিওতে লেখে, ‘‘অ্যান্ড... হি ইজ ব্যাক @জসপ্রিতবুমরা তাঁর নেট সেশনের জন্য তৈরি।'' সেখানে দেখা যাচ্ছে বোলিং কোচ ভরত অরুণের সঙ্গে অনুশীলনে ব্যস্ত।

বিসিসিআই এর পর আরও একটি ভিডিও পোস্ট করে যেখানে বুমরাককে দেখা যায় বল করতে। সেই ভিডিওতে বিসিসিআই ক্যাপশনে লেখে, ‘‘মিসড দিস সাইট অ্যানিওয়ান? হাউজ দ্যাট।''

বুমরা বিশ্বকাপ পরবর্তী সময়ে ঘরের মাঠে একটিও সিরিজে খেলতে পারেননি। ২০১৯ অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে তিনি মাঠের বাইরে। স্ট্রেস ফ্র্যাকচারের জন্য এতদিন বাইরে থেকে নিজেকে ফিট করার কর্মকাণ্ড চলছিল। 

বুমরা ২০১৯ নিয়ে বলেছিলেন, ‘‘২০১৯ আমার জন্য প্রেরণা, শিক্ষা ও হার্ডওয়ার্কের সঙ্গে অনেক স্মৃতির বছর। সেটা ফিল্ডের মধ্যে হোক বা বাইরে। বছরের শেষ দিনে দাঁড়িয়ে আমি তাকিয়ে রয়েছি ২০২০ আমার জন্য কী নিয়ে আসে তার দিকে।'' 

২০২০ ভারতের সামনে খুব কঠিন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ দিয়ে বছর শুরু করছে ভারত। তার পরই রয়েছে নিউজিল্যান্ডের মাটিতে টানা পুরো সিরিজ। সেখানে পাঁচটি টি২০, তিনটি ওডিআই ও দু'টি টেস্ট ম্যাচ খেলবে ভারত।

৫ জানুয়ারি থেকে গুয়াহাটিতে শুরু হচ্ছে তিন ম্যাচের টি২২০ সিরিজ শ্রীলঙ্কার বিরুদ্ধে। ১৪ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ।

Comments
হাইলাইট
  • পিঠের চোট সারিয়ে ভারতের হয়ে নামার জন্য তৈরি জসপ্রিত বুমরা
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজে খেলবেন তিনি
  • বুমরা টুইট করে জানিয়েছেন, তিনি তাঁর কমফোর্ট জোনে ফিরেছেন
সম্পর্কিত খবর
রোহিত শর্মার মেয়ের মিষ্টি ভিডিও পোস্ট করলেন জসপ্রিত বুমরা, দেখুন
রোহিত শর্মার মেয়ের মিষ্টি ভিডিও পোস্ট করলেন জসপ্রিত বুমরা, দেখুন
জসপ্রিত বুমরা কেন জ্লাতান ইব্রাহিমোভিচের দ্বারা অনুপ্রানিত, জানালেন রোহিত শর্মাকে
জসপ্রিত বুমরা কেন জ্লাতান ইব্রাহিমোভিচের দ্বারা অনুপ্রানিত, জানালেন রোহিত শর্মাকে
লকডাউনে ঘরের মেঝে পরিষ্কার বুমরাহর, জানালেন কেন দু’বার করে করছেন
লকডাউনে ঘরের মেঝে পরিষ্কার বুমরাহর, জানালেন কেন দু’বার করে করছেন
টম লাথাম ও কেন উইলিয়ামসন আউট হওয়ার পর বিরাট কোহলির প্রতিক্রিয়া ভাইরাল
টম লাথাম ও কেন উইলিয়ামসন আউট হওয়ার পর বিরাট কোহলির প্রতিক্রিয়া ভাইরাল
দ্বিতীয় দিনের শেষে আবার ব্যাটিং ব্যর্থতায় চাপে ভারত, তিন উইকেট বোল্টের
দ্বিতীয় দিনের শেষে আবার ব্যাটিং ব্যর্থতায় চাপে ভারত, তিন উইকেট বোল্টের
Advertisement