Navdeep Saini ভারতীয় দলে ডাক পাওয়ায় খুশি লান্স ক্লুসনার

Updated: 18 September 2019 21:26 IST

গত মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকেই বাজিমাত করেছেন Navdeep Saini, চার ওভারে ১৭ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছিলেন।

Lance Klusener Glad To See Navdeep Saini Being Recognized
Lance Klusener প্রশংসা করলেন নভদীপ সাইনির

মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ খেলতা নামার আগে নভদীপ সাইনির জন্য গলা ফাটালেন দক্ষিণ আফ্রিকারই প্রাক্তন ক্রিকেটার Lance Klusener। তিনি বলেন, ‘‘আমার এটা দেখে ভাল লাগছে যে Navdeep Saini নজরে পড়েছে। ভারতীয়দের মধ্যে খুব একটা দেখা যায় না ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে কেউ বল করছে।'' প্রাক্তন এই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথা জানিয়েছেন। তিনি সাইনির সঙ্গে কাজ করেছেন তাই ভাল মতি জানেন তাঁর প্রতিভার কথা। যখন দিল্লি দলের সঙ্গে ছিলেন তিনি। এই সিমারের ফিটনেস এবং বোলিং অ্যাকশনের প্রশংসাও করেছেন তিনি। 

ক্লুসনার এখন দক্ষিণ আফ্রিকা দলের কনসালটেন্ট। তিনি বলেন, ‘‘ওর অ্যাকশন খুব ভাল পরিষ্কার ও মসৃণ। ও খুব ফিটও। কিন্তু যখন ওর সঙ্গে কথা বলতাম আমি টের পেয়েছি ও ১৫০-এর উপর বল করতে মুখিয়ে থাকে।''

ঘরের মাঠে ভাল করলে Rohit Sharma বিদেশেও টেস্টে ওপেন করতে পারে: রাঠৌর

তিনি আরও বলেন, ‘‘ও ১৫০ গতিতে বল করতে পছন্দ করে আর সেটা ক্লিকও করে যায়। ও খুব ভাল করে জানে এই গতিতে ও সারাজীবন বল করে যেতে পারবে না। কিন্তু এখন যখন পারছে তখন সেটাকেই উপভোগ করুক।''

গত মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকেই বাজিমাত করেছেন নভদীপ সাইনি। চার ওভারে ১৭ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছিলেন। যে কারণে তাঁকে দক্ষিণ আফ্রিকা সিরিজেও রাখা হয়েছে। 

কোহলি ও নির্বাচকদের ধোনিকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: Sourav Ganguly

সেই ম্যাচের পর তাঁর সতীর্থ ভুবনেশ্বর কুমার বলেছিলেন, ‘‘ও দারুণ বল করেছে। সব থেকে গুরুত্বপূর্ণ হল ও ভিন্ন মঞ্চে নিজেকে প্রমান করেছে। ও অনেক ক্রিকেট খেলেছে, আইপিএল ও ইন্ডিয়া এ-র হয়ে। তাই যখন সিনিয়র দলে জায়গা পেয়েছে তখন ও আত্মবিশ্বাসী ছিলই।''

আইসিসি টি২০ বিশ্বকাপের আগে আর মাত্র ২০টি ম্যাচ খেলবে ভারত। আর সেখান থেকেই বিশ্বকাপের দল বেছে নিতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের। সাইনির সামনে এখন সেটাই সব থেকে বড় লক্ষ্য।

Comments
হাইলাইট
  • নভদীপ সাইনির বোলিংয়ের প্রশংসায় লান্স ক্লুসনার
  • ক্লুসনার বলেন, সাইনি ১৫০ কিলোমিটার বেগে বল করতে মুখিয়ে থাকেন
  • ক্লুসনার সাইনির ফিটনেসেরও প্রশংসা করেছেন
সম্পর্কিত খবর
নভদীপ সাইনির উপর রেগে গিয়ে কী বললেন Rohit Sharma
নভদীপ সাইনির উপর রেগে গিয়ে কী বললেন Rohit Sharma
Navdeep Saini ভারতীয় দলে ডাক পাওয়ায় খুশি লান্স ক্লুসনার
Navdeep Saini ভারতীয় দলে ডাক পাওয়ায় খুশি লান্স ক্লুসনার
Vijay Hazare Trophy: খেলতে দেখা যাবে পন্থ, ধাওয়ান, সাইনিকে
Vijay Hazare Trophy: খেলতে দেখা যাবে পন্থ, ধাওয়ান, সাইনিকে
বিষান সিং বেদিকে একহাত নিলেন গৌতম গম্ভীর
বিষান সিং বেদিকে একহাত নিলেন গৌতম গম্ভীর
নবদীপের গতিতে মুগ্ধ বিরাট, ভরিয়ে দিলেন প্রশংসায়
নবদীপের গতিতে মুগ্ধ বিরাট, ভরিয়ে দিলেন প্রশংসায়
Advertisement