India vs South Africa 2nd T20I: বিরাট কোহলির ব্যাটে ৭ উইকেটে জয় ভারতের

Updated: 18 September 2019 22:34 IST

IND vs SA 2nd T20I: প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর এই ম্যাচের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছিল যা সহজেই জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত।

Live Cricket Score, IND vs SA 2nd T20I, India Vs South Africa Live Match Updates: India have won the toss and have opted to field
India vs South Africa 2nd T20I: বিরাট কোহলি-কাগিসো রাবাডার লড়াইয়ের অপেক্ষা © এএফপি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ বৃষ্টির জন্য খেলা হয়নি ধর্মশালায়। দ্বিতীয় টি২০ মোহালিতে সাত উইকেটে জিতে নিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে ভারতের সামনে ১৫০ রানের টার্গেট রাখে দক্ষিণ আফ্রিকা। এক ওভার বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।  

ভারতের ব্যাটিং: ১৫০ রানের লক্ষ্যে নেমে শুরুতেই প্যাভেলিয়নে ফিরে গেলেন ওপেনার রোহিত শর্মা। ১২ বলে ১২ রান করে এলবিডব্লু আউট হলেন ফেলুকাওয়াওর বলে। কিছুটা ভরসা দিলেন আর এক ওপেনার শিইখৱ ধাওয়ান। তিনি ৪০ রান করলেন। কিছুটা ফর্মও ফিরে পেলেন তিনি। তিন নম্বরে নেমে শেষ পর্যন্ত হাল ধরলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৭২ রান করে অপরাজিত থাকলেন বিরাট। ব্যর্থ ঋষভ পন্থ, করলেন ৪ রান।১৬ রান করে অপরাজিত থাকলেন শ্রেয়াস আয়ার।

দক্ষিণ আফ্রিকা ব্যাটিং: ৩.৫ ওভারে দীপক চাহারের বলে ওয়াশিংটন সুন্দরকে ক্যাচ দিয়ে মাত্র ছয় রান করে প্যাভেলিয়নে ফিরলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার রেজা হেনরিকস। ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৩২-১। ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১১০-৩। হাফ সেঞ্চুইর করলেন কুইন্টন ডে কক। একটি করে উইকেট নিলেন নভদীপ সাইনি ও রবীন্দ্র জাডে্জা। ৪৯ রনে আউট তেম্বা বাভুমা। ১৮.১ ওভারে দক্ষিণ আফ্রিকা ১২৯-৫। শেষ ওভারে এল ১৬ রান। নভদীপ সাইনিকে শেষ বলে ছক্কা হাঁকিয়ে ইনিংস শেষ করলেন প্রিটোরিয়াস। দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে থামল ১৪৯-৫-এ। 

দল

ভারত: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাডেজা, ক্রুনাল পাণ্ড্যে, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, নভদীপ সাইনি। 

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডে কক, রসি ভ্যান দার দুসেন, তেম্বা বাভুমা, বোজর্ন ফরটুইন, রেজা হেনরিকস, ডেভিড মিলার, এনরিচ নর্তজে, আন্দিল ফেলুকওয়াও, ডোয়েন প্রেটোরিয়াস, কাগিসো রাবাডা, তাবারিজ শামসি।

Comments
সম্পর্কিত খবর
ডেভিড মিলারের একহাতের ক্যাচ দেখে বিরাট কোহলির অভিব্যক্তি ভাইরাল
ডেভিড মিলারের একহাতের ক্যাচ দেখে বিরাট কোহলির অভিব্যক্তি ভাইরাল
টি২০ ক্রিকেটে রোহিতকে পিছনে ফেলে সর্বোচ্চ রান বিরাট কোহলির
টি২০ ক্রিকেটে রোহিতকে পিছনে ফেলে সর্বোচ্চ রান বিরাট কোহলির
ম্যাচ জিতিয়ে বিরাট কোহলি জানিয়ে দিলেন তাঁর সব ফর্ম্যাটে সাফল্যের সিক্রেট
ম্যাচ জিতিয়ে বিরাট কোহলি জানিয়ে দিলেন তাঁর সব ফর্ম্যাটে সাফল্যের সিক্রেট
2nd T20I: বিরাট ব্যাটে হোম সিরিজে দারুণ শুরু ভারতের
2nd T20I: বিরাট ব্যাটে হোম সিরিজে দারুণ শুরু ভারতের
এক হাতে ক্যাচ নিয়ে চমকে দিলেন বিরাট কোহলি
এক হাতে ক্যাচ নিয়ে চমকে দিলেন বিরাট কোহলি
Advertisement