
Shahbaz Nadeem, দলে আসছেন সেটা তৃতীয় টেস্টের আগের রাতেই জানা গিয়েছিল। কুলদীপ যাদবের চোটের জন্যই ডেকে নেওয়া হয়েছিল ঝাড়খণ্ডের এই বাঁ হাতি স্পিনারকে। এবং ডাক পেয়েই প্রতম এগারোতেও সুযোগ পেয়ে গেলেন এই বোলার। শনিবার থেকে রাঁচিতে শুরু হওয়া India-South Africa শেষ টেস্টে ইশান্ত শর্মাকে বিশ্রাম দিয়ে শাহবাজ নাদিমকে দলে নেওয়া হল। ভারতীয় দলে এই একটিই পরিবর্তন করা হল। তাঁকে কুলদীপের কভার হিসেবে নেওয়া হলেও ডোমেস্টিক ক্রিকেটে তাঁর টানা সাফল্যের জন্য তাঁকে শুরুতেই সুযোগ দেওয়া হল। ভারতীয় এ দলের হয়েও সাফল্য পেয়েছেন তিনি। কুলদীপ যাদবের হাতে চোট রয়েছে।
নাদিম প্রথমশ্রেনীর ক্রিকেটে ১১০ ম্যাচে ৪২৪ উইকেট নিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তিনি ৬৪টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর উইকেটের সংখ্যা ৪২।
India vs South Africa: শেষ টেস্টে ভারতীয় দলে শাহবাজ নাদিম
তাঁর ঝুলিতে রয়েছে রেকর্ডও। রঞ্জি ট্রফিতে পর পর দুই মরসুমে ৫০-এর উপর উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তাঁর কাছে। ২০১৫-১৬-তে ৫১ ও ২০১৬-১৭-তে ৫৬ উইকেট নেন ৩০ বছরের এই বোলার।
গত বছর বিজয় হাজারে ট্রফিতে রাজাস্থান ও ঝাড়খণ্ডের মধ্যে লিস্ট এ-র ম্যাচে নতুন ক্রিকেট রেকর্ড তৈরি করেন নাদিম। ১০ ওভারে ১০ রান দিয়ে আট উইকেট তুলে নেন তিনি।
ভারতীয় এ দলের তিনি নিয়মিত সদস্য। এ দলের হয়ে শেষ তিনটি টেস্ট সিরিজে তিনি নিজেকে প্রমান করেছেন। গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুই ম্যাচে সাত উইকেট নেন তিনি। গত জুলাই-অগস্টে যখন ভারতীয় এ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় তখন তিনি তিন ম্যাচের মধ্যে দুটো ম্যাচে খেলে ১৫ উইকেট নেন। গত মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধেও দুই ম্যাচে আট উইকেট নেন তিনি।
শেষ টেস্টের টসে দক্ষিণ আফ্রিকার অভিনব উদ্যোগে বিরাট কোহলি কী করলেন?
গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় টি২০ দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি তিনি।
বিরাট কোহলি, অভিষেকের পর বলেন, এটা নাদিমের জন্য ‘‘স্বপ্নের অভিষেক'' যেটা তিনি ঘরের মাঠে নিজের শহরে পাচ্ছেন।