Pink Ball Test শেষে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় বিরাট কোহলি

Updated: 24 November 2019 17:15 IST

India Vs Bangladesh: এই নিয়ে টানা তিনবার টেস্টে ক্লিন সুইপ করল।

Virat Kohli Says Team India Carrying Forward Sourav Ganguly
Virat Kohli ভারতের হয়ে সর্বোচ্চ ১৩৬ রান করেন © টুইটার

Virat Kohli ধন্যবাদ জানালেন বিসিসিআই সভাপতি Soourav Ganguly -কে। কারণ ভারতীয় দলের এই জয়ের অভ্যেস তৈরি করেছিইলন তিনিই। তার সঙ্গে বিরাট জানিয়ে দেন, সেই ধারাকেই ধরে রেখেছে বর্তমান ক্রিকেট দল। দ্বিতীয় টেস্টে ভারত তিন দিনে বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারিয়ে দিয়ে সিরিজ ২-০তে জিতে নিয়েছে। রবিবার ভর্তি গ্যালারির সামনেই এই বিরাট জয় তুলে নেন বিরাট কোহলিরা। এই নিয়ে টানা তিনটি টেস্টে ক্লিন সুইপের সঙ্গে চারবার সিরিজ জয় এল ভারতের ঝুলিতে। এবং সাতটি সিরিজ জয়ের রেকর্ড হল।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাট কোহলি বলেন, ‘‘মিডলে নিজেকে তৈরি করাটা শিখেছি এবং আমরা শিখেছি দাঁড়িয়ে থেকে ফিরিয়ে দেওয়া। এটা শুরু করেছিল দাদার দল সেটাই আমরা এগিয়ে নিয়ে চলেছি।''

তিনি আরও বলেন, ‘‘বোলিং গ্রুপের মধ্য এখন আর কোনও ভয় নেই এবং ওদে নিজেদের উপর বিশ্বাস তৈরি হয়েছে যে কোনও ব্যাটসম্যানের বিরুদ্ধে। গত ৩-৪ বছর ধরে আমরা যা হার্ডওয়ার্ক করেছি তারই ফল পাচ্ছি।''

ভারতের মাটিতে দারুণভাবে হয়ে গেল পিঙ্ক বল টেস্টের অভিষেক। এবং তিন দিন ধরে ফুল গ্যালারির সমর্থনের প্রশংসাও করতে ভোলেননি বিরাট। ।

বিরাট বলেন, ‘‘ক্রমশ বেড়েছে। আমমার মনে হচ্ছে প্রথম দিনের থেকে গতকাল বেশি দর্শক এসেছিল। তার থেকেও বেশি এসেছিল এদিন। যদিও দ্রুত ম্যাচ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাও এত মানুষ এসেছিল। তারা ভারতের জয়ের সাক্ষী থাকল। যা একটা উদাহরণ হয়ে থাকল। যার সঙ্গে আমরা টেস্ট সিরিজের পয়েন্ট টেবলেও কাজে লাগল।'' 

কোহলি ১৩৬ রান করেন ১৮টি বাউন্ডারির সৌজন্যে। যার ফর ভারত ৩৪৭-৯-এ ইনিংস ঘোষণা করে দেয়। প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অল-আউট হয়ে যায়।

পুরো ম্যাচে ইশান্ত শর্মা ৯ উইকেট নেন। এক ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন উমেশ যাদব। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৯৫ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ।

বোলারদের প্রশংসা করে বিরাট বলেন, ‘‘নিজের মধ্যে বিশ্বাসই জিততে সাহায্য করে। কেউ যদি ভেবে নেয় ফাস্ট বোলাররা ম্যাচে নেই তাহলে আগে থেকেই নেগেটিভ মানসিকতায় চলে গিয়েছে। যে ভাবে ওরা বল করছে এখন ওরা ঘরে ও বিদেশে যে কোনও পরিস্থিতিতে উইকেট নিতে পারবে।''

Comments
হাইলাইট
  • বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন বিরাট কোহলি
  • কোহলি বলেন তাঁর দল সৌরভের দেখানো পথেই এগিয়ে চলেছে
  • ভারত বাংলাদেশকে এক ইনিংস ও ৪৬ রানে হারাল
সম্পর্কিত খবর
আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং: শীর্ষ স্থান দখলে রাখল Virat Kohli, একধাপ উপরে উঠল Rahane
আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং: শীর্ষ স্থান দখলে রাখল Virat Kohli, একধাপ উপরে উঠল Rahane
আমাদের ফোকাস খেলায় থাকে, অজুহাত খুঁজতে নয়: Virat Kohli
আমাদের ফোকাস খেলায় থাকে, অজুহাত খুঁজতে নয়: Virat Kohli
1st T20I: তিন ব্যাটে দারুণ শুরু ভারতের, ৬ উইকেটে হার নিউজিল্যান্ডের
1st T20I: তিন ব্যাটে দারুণ শুরু ভারতের, ৬ উইকেটে হার নিউজিল্যান্ডের
কোহলির সমর্থনে Rajeev Shukla, ভারতের ক্রীড়াসূচি নিয়ে সিওএ-কে দুষলেন তিনি
কোহলির সমর্থনে Rajeev Shukla, ভারতের ক্রীড়াসূচি নিয়ে সিওএ-কে দুষলেন তিনি
New Zealand vs India 1st T20I: শুরু করলেন লোকেশ-বিরাট, শেষ করলেন শ্রেয়াস
New Zealand vs India 1st T20I: শুরু করলেন লোকেশ-বিরাট, শেষ করলেন শ্রেয়াস
Advertisement