Listen to the latest songs, only on JioSaavn.com
 

মঙ্গলবার সকালে সবার আগে কলকাতা পৌঁছচ্ছেন Virat Kohli

Updated: 19 November 2019 03:15 IST

Virat Kohli তাঁঁর সহ-অধিনায়ককে সঙ্গে নিয়ে ইন্দোর থেকে সবার আগে কলকাতায় পৌঁছচ্ছেন।

Virat Kohli, Ajinkya Rahane To Be Among First To Reach Kolkata For Day-Night Test: Report
প্রথম টেস্টে ভারত এক ইনিংস ও ১৩০ রানে হারিয়ে দেয় বাংলাদেশকে © এএফপি

সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানেকে নিয়ে মঙ্গলবার সকালেই কলকাতায় পৌঁছে যাচ্ছেন Virat Kohli। শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশ। যদিও প্রথম টেস্ট ইন্দোরে তিন দিনেই শেষ হয়ে যাওয়ার পর টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল দল সেখানে থেকেই গোলাপি বলে অনুশীলন করবে। সোমবার পর্যন্ত সেখানে অনুশীলন করার পর মঙ্গলবার ও বুধবার কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কলকাতায় পৌঁছবে ভারতীয় দল। সবার আগে কলকাতার মাটিতে পার রাখতে চলেছেন বিরাট কোহলি ও Ajinkya Rahane।

প্রথম টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে এক ইনিংস ও ১৩০ রানে জিতে নিয়েছিল ভারত। তার পরই আত্মবিশ্বাসে ভরপুর একটি দল প্রথম পিঙ্ক বল টেস্ট খেলতে নামছে। এই টেস্ট যে সহজ হবে না সেটা খুব ভাল করেই জানে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

India vs Bangladesh: দু'দিন ইন্দোরেই গোলাপি বলে অনুশীলন করবেন কোহলিরা

সোমবারের খবর অনুযায়ী মঙ্গলবার সকাল ৯.৪০-এ কলকাতায় নামবেন অধিনায়ক ও সহ-অধিনায়ক। যদিও এটা এখনও নিশ্চিত নয় যে মঙ্গলবারই ইডেনের পিচ দেখতে যাবেন কিনা তিনি। যদিও ধরে নেওয়াই হচ্ছে কলকাতায় পৌঁছে গেলে পিচ দেখতে চাইবেন বিরাট।

ইডেনের পিচে ঘাস থাকবে বলে মনে করা হচ্ছে। যাতে ভারতের ছন্দে থাকা পেস বোলাররা সাফল্য পাবেন। সোমবার সারাদিনই ইডেনের ২২ গজজ ঢাকাই ছিল। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় সোমবার জানান, শুক্রবার ম্যাচের আগে এই পিচে কোনও গোলাপি বল পরীক্ষা করার সম্ভাবনা নেই। শুক্রবার দুপুর ১টায় শুরু হবে ম্যাচ।

Pink Ball Test: প্রথম তিন দিনের টিকিট শেষ, জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

মঙ্গলবারই গভীর রাতে কলকাতায় পা রাখছেন ওপেনার রোহিত শর্মা। তাঁর নামার কথা রাত ১.৫৫ মিনিটে। পেসার মহম্মদ শামি ও উমেশ যাদব পৌছবেন বুধবার সকাল ৯.৩৫-এ।

ইশান্ত শর্মাও পৌঁছবেন মঙ্গলবার রাত ১০.৪৫-এ। বাকি দল মনে করা হচ্ছে একসঙ্গে কলকাতা পৌঁছবে মঙ্গলবার দুপুর ১২.৩০-এ। সেই সঙ্গেই আসবে বাংলাদেশ দল।

Comments
হাইলাইট
  • বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিন-রাতের টেস্ট আয়োজন করতে চলেছে ভারত
  • কোহলি ও রাহানের মঙ্গলবার সকাল ৯.৪০-এ কলকাতায় পৌঁছনর কথা
  • রোহিত শর্মা মঙ্গলবার রাত ১.৫৫ পৌঁছবেন বলেই জানা গিয়েছে
সম্পর্কিত খবর
Pink Ball Test শেষে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় বিরাট কোহলি
Pink Ball Test শেষে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় বিরাট কোহলি
Day-Night Test: টানা চারটি ইনিংসে জয়ের সঙ্গে ২-০তে সিরিজ জয় ভারতের
Day-Night Test: টানা চারটি ইনিংসে জয়ের সঙ্গে ২-০তে সিরিজ জয় ভারতের
India vs Bangladesh 2nd Test Day 3: ইনিংস ও ৪৬ রানে জয় ভারতের
India vs Bangladesh 2nd Test Day 3: ইনিংস ও ৪৬ রানে জয় ভারতের
সঞ্জয়ের "লাভ মাই জব"  টুইটের রিঅ্যাকশনে ফ্যানদের মেমস দেখুন
সঞ্জয়ের "লাভ মাই জব" টুইটের রিঅ্যাকশনে ফ্যানদের মেমস দেখুন
Day-Night Test: ম্যাচ গড়াপেটার দায়ে ইডেন থেকে গ্রেফতার তিনজন
Day-Night Test: ম্যাচ গড়াপেটার দায়ে ইডেন থেকে গ্রেফতার তিনজন
Advertisement