
২২ নভেম্বর ইডেনে শুরু হবে India-Bangladesh ঐতিহাসিক টেস্ট। যা নিয়ে গোটা দেশ জুড়ে ইতিমধ্যেই সাজ সাজ রব। সেজে উঠেছে Eden Gardens। গোলাপি আলোতে ঢেকে ফেলা হয়েছে ইডেনের আসপাশের বিভিন্ন পার্ক, মনুমেন্ট। প্রথম দিন-রাতের টেস্ট খেলা হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে অ্যাডিলেডে ২০১৫তে। চার বছর পর এক নম্বর টেস্ট দল ভারত ন'নম্বর টেস্ট খেলিয়ে দল হিসেবে দিন-রাতের টেস্ট খেলতে নামছে। ২০১২-তে দিন-রাতের টেস্ট ম্যাচকে সবুজ সঙ্কেত দিয়েছিল ICC। কিন্তু তার পর প্রথম গোলাপি বল মাঠে নামাতে সময় লেগেছিল তিন বছর। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে কলকাতার ইডেন গার্ডেনসে খেলবে কোহলি বাহিনী। সেই ম্যাচ ভারতের মাটিতে ও ভারতের খেলা প্রথম দিন-রাতের টেস্ট (Day-Night Test) হতে চলেছে। ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) বললেন, ‘‘গোলাপি বলের টেস্ট আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা খুবই উত্তেজিত। উৎসাহ বাড়ছে। এটা একটা যুগান্তকারী উপলক্ষ।''
কবে হবে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ?
ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ২২ থেকে ২৬ নভেম্বর ২০১৯।
কোথায় হবে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি?
ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
কোন সময়ে হবে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি?
ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা থেকে।
কোনও টিভি চ্যানেলে দেখানো হবে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি?
ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি দেখানো হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং কী করে দেখা যাবে?
স্টার স্পোর্টস নেটওয়ার্কে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের। এছাড়াও লাইভ আপডেট আপনি পাবেন sports.ndtv.com-এ।
(ব্রডকাস্টার্সদের তথ্য অনুযায়ীই ম্যাচের সময় দেওয়া হল)