
Ajinkya Rahane শুতে, বসতে সব সময়ই ঐতিহাসিক গোলাপি বলের টেস্টের স্বপ্নে মশগুল। শুক্রবার থেকে কলকাতার ইডেন গার্ডেনে শুরু হচ্ছে দিন-রাতের টেস্ট। তার আগে অজিঙ্ক রাহানের গোলাপি বল নিয়ে ঘুমোনোর ইনস্টাগ্রাম পোস্ট সবার মনে আরও বেশি করে গোলাপি বল টেস্টের স্বপ্নকে চাগিয়ে দিয়েছে। যা থেকে ম্যাচ নিয়ে তাঁর আবেগ বেরিয়ে আসছে। বিরাট কোহলির নেতৃত্বেই ঐতিহাসিক টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে তাঁর সতীর্থ রাহানের ছবিতে মন্তব্য না করে পারেননি Virat Kohli। তিনি লেখেন, ‘‘দারুণ পোজ জিঙ্কসি।'' শিখর ধাওয়ান পিছিয়ে থাকেন কী করে? যদিও তিনি ভারতীয় টেস্ট দলের সদস্য নন এই ম্যাচে। তিনি লেখেন, ‘‘স্বপ্নের মধ্যে ছবি উঠে গিয়েছে।'' এটাই প্রথম ভারতের দিন-রাতের টেস্ট।

ছবি ইনস্টাগ্রাম
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে রাহানের ব্যাট থেকে আসা ১৭২ বলে ৮৬ রানের ইনিংস ভারতের রানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। সাহায্য করেছিল মায়াঙ্ক আগরওয়ালকেও বড় রান করতে। তাঁর সেই ইনিংসে ছিল ন'টি বাউন্ডারি।৩১ বছরের রাহানের উপর দায়িত্ব থাকবে এই বিশেষ টেস্টে দলের মিডল অর্ডারকে ভরসা দেওয়ার।
দেশের হয়ে রাহানে ৬২টি টেস্ট খেলেছেন, কৱেছেন ৪০৬১ রান। তার মধ্যে রয়েছে ১১টি সেঞ্চুরি ও ২১টি হাফ-সেঞ্চুরি। তাঁর সর্বোচ্চ স্কোর ১৮৮। গড় ৪৩.৬৭। প্রথম টেস্টে ইন্দোরে ভারত এক ইনিংস ও ১৩০ রানে বাংলাদেশকে হারিয়ে দেন। যার ফলে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে রয়েছেন বিরাটরা।
এই মুহূর্তে সব টেস্ট জিতে ভারত ৩০০ পয়েন্ট নিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে। শেষ টেস্ট ভারতকে আরও ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ দিতে চলেছে।৬০ পয়েন্ট নিয়ে অনেক পিছনে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড।