জব্বলপুরে সেটা সম্ভব না হলে সেই কোচই নাকি নির্দেশ দেন সকলে বাড়ি ফিরে মাথা মুড়িয়ে ছবি হোয়াটসঅ্যাপ করবেন।
হরেন্দ্র সিংকে সিনিয়র দল থেকে সরিয়ে জুনিয়র দলের দায়িত্বে ফেরানো হল।
প্রতিবেশী রাজ্য ওড়িশা যেখানে ভারতীয় হকির ধারক ও বাহক হয়ে উঠেছে সেখানে তার এক ছিটেফোটা আঁচও লাগেনি বাংলার বুকে।
এই মুহূর্তে কলকাতায় চলছে শতাব্দী প্রাচীন বেটন কাপ। সেখানেই খেলতে এসেছেন সদ্য বিশ্বকাপ খেলা একঝাঁক মুখ।
৪৩ বছর আগের ইতিহাস আর ছোঁয়া হল না ভারতীয় হকি দলের। ঘরের মাঠ তেকে পাওয়া হল না কোনও ট্রফিও।
কানাডাকে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে গেল ভারত।
এই মুহূর্তে গোল পার্থক্যে গ্রুপের শীর্ষে রয়েছে ভারত। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেলজিয়াম।
পুল ‘সি’র শীর্ষে রয়েছে ভারত। একই পয়েন্টে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম।
৮ ডিসেম্বর কানাডার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে নামবে ভারত।
আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ভারতীয় হকি দলের হাতে রয়েছে একটি মাত্র বিশ্বকাপ ট্রফি। যা এসেছিল ১৯৭৫এ।
১৯৭৫-এর পর আবার হকি বিশ্বকাপ থেকে সনা জয়ের স্বপ্ন দেখছে ভারত। সেই লক্ষ্যে আত্রা শুরু দিল মনপ্রীত সিংয়ের টিম ইন্ডিয়া।
২০১৬-১৭র হকি বিশ্বকাপে ভারত ব্রোঞ্জ জিতেছিল। এ বার ভারতের সামনে আবার সোনা জয়ের লক্ষ্য।
২৭ নভেম্বর ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হয়ে গেল ২০১৮ হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।
২০১৮ হকি বিশ্বকাপের আয়োজক ভারত। আর দেশের মাটিতে ৪৩ বছর পর ট্রফি জিততে চান মনপ্রীতরা।
ভারতীয় হকি দলের অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন মিডফিল্ডার মনপ্রীত সিং, সহ-অধিনায়ক চিংলেনসানা সিং।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থাকল ভারত। রাউন্ড রবিন পর্বেও শীর্ষেই শেষ করেছিল ভারত।
গতবারের চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে জাপানকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি।
এশিযান হকি চ্যাম্পিয়নশিপে ভারত রাউন্ড রবিন লিগ শেষ করল ১৩ পয়েন্টে।