
আর কয়েকদিন পরেই ভারতের মাটিতে শুরু হয়ে যাবে হকি বিশ্বকাপ। ভুবনেশ্বর ইতিমধ্যেই সেজে উঠেছে বিশ্বকাপ ঘিরে। উদ্বোধন হয়ে গিয়েছে নতুনভাবে তৈরি স্টেডিয়ামেরও। তার আগে হকি ইন্ডিয়া ১৮ সদস্যের দল ঘোষণা করে দিল। কলিঙ্গ স্টেডিয়ামে ২৮ নভেম্বর থেকে শুরু হবে বিশ্বকাপ। মনপ্রীত সিংয়ের নেতৃত্বে বিশ্বকাপ খেলতে নামবে ভারত। সহ-অধিনায়ক চিংলেনসানা সিং। ভারতের প্রথম ম্যাচ প্রথম দিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
ভারতের গোল সামলানোর দায়িত্বে থাকবেন অভিজ্ঞ পিআর শ্রীজেশ। তাঁর ব্যাকআপ হিসেবে থাকবেন কিষান বাহদুর পাঠক। দলে ফিরেছেন ডিফেন্ডার বীরেন্দ্র লাকরা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের জন্য খেলতে পারেননি তিনি। হাঁটুর চোট কাটিয়ে তিনি ফ্রছেন ঘরের মাটিতে।
একদল নতুন মুখ নিয়ে বিশ্বকাপে খেলতে নামবে ভারতীয় দল। অভিজ্ঞতার অভাব তো রয়েছেই। অবসর নিয়েছেন সর্দার সিংয়ের মতো অভিজ্ঞ প্লেয়ার। চোটের জন্য এশিয়া কাপের ঠিক আগে ছিটকে গিয়েছেন দলের অন্যতম ভরসা এসভি সুনীল। দলে নেই বিশ্বস্ত ড্র্যাগ ফ্লিকার রুপিন্দর পাল সিং।
অভিজ্ঞ মুখ বলতে গোলকিপার পিআর শ্রীজেশ ছাড়া মনপ্রীত, কোঠাজিৎ সিং, বীরেন্দ্র লাকরা, চিংলেনসানা ও ললিত উপাধ্যায় ছাড়া আর কেউ নেই। তবে এই দল নিয়েই বাজিমাত করতে চাইছে হকি ইন্ডিয়া। ঘরের মাঠে এত বড় ইভেন্ট বলে কথা।
ভারতীয় দল
গোলকিপার: পিআর শ্রীজেশ, কৃষ্ণ বাহাদুর পাঠক।
ডিফেন্ডার: হরমনপ্রীত সিং, বীরেন্দ্র লাকরা, বরুণ কুমার, কোঠাজিৎ সিং, সুরেন্দ্র কুমার, অমিত রুইদাস।
মিডফিল্ডার: মনপ্রীত সিংহ (অধিনায়ক), চিংলেনসানা সিং (সহ-অধিনায়ক), নীলকান্ত শর্মা, হার্দিক সিং, সুমিত।
ফরোয়ার্ড: আকাশদীপ সিং, মনদীপ সিং, দিলপ্রীত সিং, ললিত উপাধ্যায়,