
গ্রেফতার আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন গলফার জ্যোতি সিং রানধাওয়া। উত্তর প্রদেশের বারেইচে চোরা শিকার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। নিউজ এজেন্সি এএনআই-এর খবর অনুযায়ী তাঁর থেকে একটি .২২ রাইফেলও উদ্ধার করা হয়েছে।
দুধওয়া টাইগার রিজার্ভের ফরেস্ট অথরিটির হাতে গ্রেফতার হন জ্যোতি রানধাওয়া। গ্রেফতারের পরের ছবিতে দেখা যাচ্ছে পুলিশের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন গলফার একটি এসইউভির সামনে। তার উপর রাখা হয়েছে বেশ কিছু জিনিস তার মধ্যে একটি রাইফেলও রয়েছে।
দুধওয়া টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর রমেশ পাণ্ড্যে বলেন, ‘‘জ্যোতি সিং রানধাওয়া ও মহেশ ভিরাজদার (যিনি তাঁর সঙ্গে ছিলেন)কে গ্রেফতার করা হয়েছে চোরা শিকারের জন্য কাতেরনিয়াঘাটের মোতিপুর রেঞ্জ থেকে।''

‘‘একটি গাড়ি, একটি রাইফেল ও বেশ কিছু আরও অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে'', বলেন তিনি। ডিভিশনাল ফরেস্ট অফিসার ও তাঁর দল জিজ্ঞাসাবাদ করছেন।
বেশ কিছু পশুপ্রেমী আন্দোলনকারী এও জানিয়েছেন, জ্যোতি রানধাওয়া শিকারের সময় তাঁর পোষ্য কুকুরকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন বাঘিনী অবনিকে খুঁজতে। যাঁকে ২ নভেম্বর গুলি করে মারা হয়।
জ্যোতি রানধাওয়া এক জন পেশাদার গলফার। বিশ্ব গলফ র্যাঙ্কিংয়ে সেরা ১০০ জনের মধ্যে একাধিকবার জায়গা করে নিয়েছিলেন তিনি। ২০০৪ ও ২০০৯ এ বিশেষ করে। এশিয়ান ও ইউরোপিয়ান ট্যুরেও অংশ নিয়েছেন তিনি।