Listen to the latest songs, only on JioSaavn.com
 

শুমাখারের শেষ সাক্ষাৎকার ভিডিও প্রকাশ করল তাঁর পরিবার

Updated: 04 January 2019 18:33 IST

২০১৩ সালে স্কি করতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়েন মাইকেল শুমাখার। এখনও কোমায় তিনি।

Family Of Michael Schumacher have released an unseen footage of him
এখনও কোমা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি শুমাখার © এএফপি

ফর্মূলা ওয়ান ড্রাইভার মাইকেল শুমাখারের কাহিনী তো সবারই জানা। স্কি করার সময় দূর্ঘটনায় কোমায় চলে গিয়েছিলেন। দীর্ঘ চিকিৎসার পর বাড়ি ফিরে গেলেও কোমা থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। সম্প্রতি তাঁর পরিবার একিট ভিডিও পোস্ট করেছে। যেখানে শেষ বার নিজের বক্তব্য ভিডিও শুট করেছিলেন ৪৯ বছরের শুমাখার। দূর্ঘটনার ঠিক দু'মাস আগের ঘটনা। জার্মানিতে জন্ম হওয়া শুমাখারের জীবনটই বদলে যায় ওই ঘটনার পর। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিশ্ব ক্রীড়া জগতকে নাড়িয়ে দিয়েছিল শুমাখারের স্কি দূর্ঘটনার খবর। শুমাখারের না দেখা একটি সাক্ষাৎকারের ভিডিও ফুটেজ তাঁর ওয়েবসাইটে পোস্ট করেছে তাঁর পরিবার। যেখানে সাত বারের বিশ্ব চ্যাম্পিয়ন তাঁর সাফল্যের কথা বলছেন।

Exclusive:
Schumacher's family releases the last interview of Michael.
October 2013#KeepFightingMichael pic.twitter.com/t9lueHbKMr

— Michael Schumacher (@4everMSC) November 21, 2018

 

সেখানে তিনি বলছেন, ‘‘রেকর্ড একটা বিষয়। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মতুষ্ট না হয়ে পড়া। শুধু নিজের উন্নতি করে যাওয়াটাই আসল।''৩০ অক্টোবর এই ভিডিওটি করা হয়েছিল।

‘‘আমার সব সময় মনে হয় আমি এখনও পুরো ভাল করতে পারিনি। আমাকে আরও খাটতে হবে। আর সেটাই আজ আমাকে এখানে পৌঁছেছে যেখানে আমি রয়েছি,'' বলেন শুমাখার।

এরকম নানা বিষয় নিয়ে সেই ভিডিওতে কথা বলেছেন শুমাখার। কথা বলেছেন নিজের প্রতিপক্ষের সঙ্গে সম্পর্ক নিয়েও। ট্র্যাকে মিকা হাকিনেনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দু'জন কতটা বন্ধু ছিলেন।

এই বছরের শুরুতে শুমাখারের স্ত্রী কোরিনা পুরো বাড়িকে বদলে ফেলে বানিয়ে ফেলেছেন মেডিক্যাল সেন্টারের আদলে। যেখানে এখনও বেঁচে রয়েছে শুমাখার।

বাবা দেখানো পথেই রেসের ট্র্যাকে নেমেছেন শুমাকার জুনিয়র। বছরটা ভালই গিয়েছে তাঁর। আটটি জয় পেয়েছেন।

Comments
হাইলাইট
  • মাইকেল শুমাখারের পরিবার তাঁর না দেখা ভিডিও সামনে আনলেন
  • যেখানে সাতবারে বিশ্ব চ্যাম্পিয়ন তাঁর সাফল্যের রেসিপি বলছেন
  • এখনও পুরো সুস্থ হওয়ার লক্ষ্য লড়াই চালাচ্ছেন মাইকেল শুমাখার
সম্পর্কিত খবর
Michael Schumacher সম্পর্কে লুকোচ্ছেন তাঁর স্ত্রী, অভিযোগ প্রাক্তন ম্যানেজারের
Michael Schumacher সম্পর্কে লুকোচ্ছেন তাঁর স্ত্রী, অভিযোগ প্রাক্তন ম্যানেজারের
সেল থেরাপির জন্য প্যারিস নিয়ে যাওয়া হল মাইকেল শুমাখারকে: রিপোর্ট
সেল থেরাপির জন্য প্যারিস নিয়ে যাওয়া হল মাইকেল শুমাখারকে: রিপোর্ট
৫০-এ পা দিলেন গতির রাজা মাইকেল শুমাখার
৫০-এ পা দিলেন গতির রাজা মাইকেল শুমাখার
শুমাখারের শেষ সাক্ষাৎকার ভিডিও প্রকাশ করল তাঁর পরিবার
শুমাখারের শেষ সাক্ষাৎকার ভিডিও প্রকাশ করল তাঁর পরিবার
Advertisement