
গ্যারেথ বেল (Gareth Bale) থাকছেন রিয়াল মাদ্রিদেই (Real Madrid)। স্পষ্ট ইঙ্গিত দিলেন কোচ জিনেদিন জিদান (Zinedine Zidane)। শনিবার সেলতা ভিগোর বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে দল। ৩-১ গোলে জয় পেয়েছে ম্যাচে। বেল দলে ফিরেছেন এবং চমৎকার ফর্ম দেখিয়েছেন বালাইডোসে। ফের রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর জিদান চেয়েছিলেন বেলকে ছেড়ে দিতে। সেই কারণেই হয়তো বাড়তি উদ্যম নিয়ে এদিন মাঠে নেমেছিলেন তারকা ফুটবলার। ম্যাচের প্রথম গোল করেন করিম বেঞ্জেমা। সেই গোলটি করান বেলই। ম্যাচের শেষে জিদান বলেন, তাঁর বিশ্বাস বেল এবার থাকতে পারেন। তিনি অবশ্য বলেন, ‘‘ও যে থেকে যাচ্ছে, তা আমরা আগেও জানিয়েছি দু'-তিন বার।''
তিনি আরও বলেন, ‘‘যত খেলোয়াড় আমাদের সঙ্গে আছেন, আমরা ধরে নিচ্ছি তাঁরা এ মরশুমে থাকছেন।''
অলিম্পিকের স্বপ্ন সরিয়ে রেখে অস্ট্রেলিয়ান ফুটবলার বেছে নিলেন হিপ-হপ কেরিয়ার
শনিবারের ম্যাচে বিরতির ঠিক আগেই সেলতা ভিগো সমতা ফেরায় ম্যাচে। যদিও ৩০ গজ দূর থেকে মারা শটে গোল করে দলকে আবার এগিয়ে দেন টনি ক্রুস।
তৃতীয় গোল করেন লুকাস ভাসকেস। গত ১২ মাসে এত ভাল খেলা খেলতে পারেনি রিয়াল। খেলাশেষে তৃপ্ত কোচ জিদান বলছেন, ‘‘আমি সন্তুষ্ট। আমরা একটা সম্পূর্ণ ম্যাচ খেলেছি শুরু থেকেই। খুব বেশি দল এখানে এসে এভাবে জিততে পারত না।''
তিন মাস দেশের হয়ে খেলতে পারবেন না লিওনেল মেসি, সঙ্গে দিতে হবে জরিমানা
জিদান পল পোগবাকে চাইলেই মদ্রিচ, ক্যাসেমিরো এবং ক্রুস মাঝমাঠে খেলেন। এই ত্রয়ীকেই তিনি ২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলিয়েছিলেন। গতবার দলের হয়ে সবচেয়ে খারাপ খেলা মার্সেলোকেও এদিন খেলান জিদান। এছাড়া ছিলেন বেল।
গত মাসেই জিদান জানিয়েছিলেন, বেলকে অন্য ক্লাবে বিক্রি করতে পারলে ‘‘সকলেরই ভাল হবে।'' বেলের চিনের ক্লাবে চলে যাওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তিনি রয়ে গিয়েছে রিয়ালেই। আর এবার মনে হচ্ছে কোচের সবুজ সংকেতের ফলে তিনি থেকেই যাবেন।
গ্যারেথ ও ভিনিসিয়াস (জুনিয়র)-এর ভূয়সী প্রশংসা করেছেন জিদান। বেল এদিন মাঠজুড়ে খেলেছেন। গোলের সুযোগও পেয়েছিলেন। গোলকিপার কুবেন ব্রাঙ্কো শটটি বাঁচিয়ে দেন।
বেলকে অবশ্য পরে তুলে নেন জিদান। তাঁর জায়গায় নামেন ইসকো। মাঠ ছাড়ার পরে তাঁকে হাত মেলাতে দেখা যায় কোচের সঙ্গে।