
এই মরশুমের চ্যাম্পিয়নস লিগে (Champions League) এই প্রথম গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তুরিনে গ্রুপ ডি-র খেলায় সিআরসেভেনের দল জুভেন্তাস ৩-০ গোলে হারিয়ে দিল বায়ার লেভারকুসেনকে। খেলার ৮৯তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন রোনাল্ডো। গঞ্জালো হিগুয়েন ও ফেডেরিকো বার্নারদেসি তার আগে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। এই গোলটি প্রতিযোগিতায় রোনাল্ডোর ১২৭তম গোল। জয়ের ফলে জুভেন্তাস তাদের বিভাগে শীর্ষে পৌঁছে গেল। অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে চার পয়েন্ট এগিয়ে গিয়েছে তারা। খেলার শেষে কোচ মারিজিও সারি জানান, ‘‘এমন একটা দলের বিরুদ্ধে আমরা ভাল খেললাম যারা বল দখলে রাখে এবং তাদের সঙ্গে খেলা মোটেই সহজ নয়। ওরা প্রথমার্ধে আমাদের অনেক এনার্জি বের করে এনেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ওদের গতি অল্প কমলে আমরা নিয়ন্ত্রণ করতে শুরু করি।''
লেভারকুসেন এই পরাজয়ের ফলে বেশ চাপে পড়ে গেল। এর আগে ঘরের মাঠে লোকোমোটিভ মস্কোর কাছে ২-১ গোলে হেরেছিল তারা। এদিনে হারের ফলে তারা টেবিলে আরও নীচের দিকে চলে গেল।
মেসির চেয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই বেশি পছন্দ করি: বিরাট কোহলি
লেভারকুসেনের কোচ পিটার বস জানিয়েছেন, ‘‘এটা পরিষ্কার হার। আমরা প্রথমার্ধে ভাল খেলেছি, যদিও আমরা কোনও সুযোগ পাইনি। এরপর আমরা ভুল করি, যার ফলে প্রথম গোলটি হয়। এটা আসলে দু'টো দলের ফারাক। একদল, যাদের চ্যাম্পিয়নস ট্রফিতে অভিজ্ঞতা রয়েছে। অন্য দল সবে এই পর্যায়ে তাদের যাত্রা শুরু করেছে।''
খেলার পরে হিগুয়েন জানিয়েছেন, এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিয়েল মাদ্রিদের সঙ্গে ড্র করায় এই ম্যাচ জিততেই হত তাদের। খেলার সতেরোতম মিনিটে গোল করে দলকে প্রথমে এগিয়ে নিয়ে যান হিগুয়েনই। ডিফেন্ডার জোনাথন তা একটি বল হেড করে ক্লিয়ার করতে ব্যর্থ হলে ৩১ বছরের হিগুয়েন বল জালে জড়িয়ে দেন। ৬১ মিনিটে গোল করেন ফেডেরিকো বার্নারদেসি দলের হয়ে দ্বিতীয় গোল করেন।
Emiliano Sala বেঁচে নেই, কার্ডিফ সিটির তাঁর প্রথম কিস্তির টাকা দিতে হবে নান্তেকে: ফিফা
এরপর ২২ অক্টোবর লোকোমোটিভের সঙ্গে জুভেন্তাসের খেলা। লেভারকুসেন অ্যাটলেটিকোর সঙ্গে খেলতে যাবে।