
ব্রিটিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার-এৱ (Tottenham Hotspur) ম্যানেজার মরিসিও পোচেত্তিনো (Mauricio Pochettino) শুক্রবার জানালেন গত মাসের চ্যাম্পিয়নস লিগের (Champions League) ফাইনালের হারকে তিনি ‘চ্যালেঞ্জ' হিসেবে নিচ্ছেন। প্রিমিয়ার লিগের প্রথম চারে শেষ করা টটেনহ্যামের ম্যানেজার জানাচ্ছেন, ‘‘ফাইনালের পরে অনুভূতিটা মোটেও ভাল ছিল না, এভাবে শেষ করতে হল বলে। আমি তেমন মানুষ নই, সমস্যাকে এড়িয়ে চলে। আমি ভালবাসি বড় চ্যালেঞ্জ।'' ৪৭ বছরের আর্জেন্টিনীয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন মাদ্রিদে লিভারপুলের কাছে ০-২ হারের প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘গত সপ্তাহ থেকে আমরা পরের মরশুমের জন্য প্রস্তুত হতে শুরু করেছি। আমাদের প্রত্যাশার থেকে আমরা অনেক দূরে আছি। সুতরাং এটা কেবল আমার চ্যালেঞ্জ নয়। সকলের চ্যালেঞ্জ।''
রবিবার জুভেন্তাসের সঙ্গে টটেনহ্যামের প্রদর্শনী ম্যাচ খেলার কথা সিঙ্গাপুরে। তার আগে তিনি জানাচ্ছেন, ‘‘চ্যাম্পিয়নস লিগ ফাইনাল থেকে সরে আসতেই হবে। বড় কিছু পাওয়ার জন্য অন্য পরিবেশ ও উত্তেজনা তৈরি করে নিতে হবে।''
বার্সেলোনার হয়ে অনুশীলন শুরু গ্রিজম্যানের
তাঁদের স্টেডিয়াম, লজ ও প্রশিক্ষণের জায়গা তৈরির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেটা ভোলা সম্ভব নয়। তিনি আরও বলেন, ‘‘ছুটি কাটানোটা আমার জন্য শক্তই ছিল।আসলে ফাইনাল থেকে বেরিয়ে আসাটা কঠিন মনে হচ্ছিল। তিন সপ্তাহ দারুণ কাটিয়েছি আমরা। গত পাঁচ বছরে এটাই সবচেয়ে ভাল আবহ। কিন্তু শেষটা লজ্জাজনক হয়ে গেল।''
তিনি বলেন, ‘‘আমরা জেতার দাবিদার ছিলাম। লিভারপুলের থেকেও ভাল দল হয়ে উঠতে পারতাম।''
বার্সেলোনায় ফিরতে চান নেইমার, জানিয়ে দিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট
গত মরশুমে পোচেত্তিনো ইউরোপের কোনও কোনও ক্লাবের সঙ্গে যোগাযোগ করলেও এবার আর তিনি ক্লাব ছেড়ে যেতে রাজি নন। তিনি জানিয়ে দিয়েছেন, পাঁচ বছরের ‘প্রোজেক্ট'কে এগিয়ে নিয়ে যেতে চান তিনি।
কোচের কথার প্রতিধ্বনি দলের তারকা হ্যারি কেনের গলাতেও। চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি ও রানার্স আপ লিভারপুলকে চ্যালেঞ্জ জানিয়েও চারে শেষ করার হতাশা কাটিয়ে উঠে নতুন শুরুর কথা বলেন তিনি। তবে গত মরশুমে তাঁরা যে অত্যন্ত ভাল খেলেছিলেন, সেকথা জানান তিনি।