
২০১৮র ব্যালন ডি'ওর জিতে নিল লুকা মডরিচ। শেষ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির একাধিপত্ত উঠল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সম্মান থেকে। বিশ্বকাপের তারকার হাতে সোমবার উঠল এই পুরস্কার। গত ১০ বছর ধরে এই পুরস্কার কখনও গিয়েছে মেসির কাছে তো কখনও রোনাল্ডোর ঘরে। কিন্তু এ বার তাঁদের পিছনে ফেলে উঠে এল এক নতুন মুখ। প্যারিসে এক অনুষ্ঠানে অনেকদিন পর এই পুরস্কারের উইনার হিসেবে ঘোষণা হল অন্য এক নাম। তিনি লুকা মডরিচ। দ্বিতীয় স্থানে থাকলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তিনে অ্যান্তনি গ্রিজম্যান। কেলন এমবাপে চতুর্থ স্থানে শেষ করে আগাম বার্তা দিয়ে রাখলেন। মেসির জায়গা হল পাঁচে। তবে মানুষ মনে রাখবে শুধু চ্যাম্পিয়নকেই। তিনি মডরিচ।
ব্যালন ডি'ওর জিতে মডরিচ বলেন, ‘‘ছোটবেলায় আমাদের সবারই স্বপ্ন থাকে। আমার স্বপ্ন ছিল বড় ক্লাবের হয়ে খেলা ও সব গুরুত্বপূর্ণ ট্রফি জেতা।''
তিনি আরও বলেন, ‘‘ব্যালন ডি'ওর আমার জন্য স্বপ্নের থেকেও কিছুটা বেশি। আর এই ট্রফি হাতে নেওয়া আমার কাছে গর্বের।''
চতুর্থ স্থানে থাকা ২০ বছরের এমবাপে সেরা ইয়ং প্লেয়ারের খেতাব পেলেন।
মহিলাদের ব্যালন ডি'ওর উঠল প্রথমবার নরউইগান স্ট্রাইকার আদা হেগেরবার্গের হাতে,
কানাভারোর পর মডরিচই সব থেকে বেশি বয়সে ব্যালন ডি'ওর পেলেন। ২০০৬ সালে ৩৩ বছর বয়সে কানাভারো পেয়েছিলেন। তিনি চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন দলকে।
এ বারও ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন মদরিচ। কিন্তু ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে যায় তারা।
মেসি ২০০৬এর পর থেকে এই প্রথম তিন জনের মধ্যে থাকতে পারলেন না।