
এমনটা ফুটবলে নতুন কোনও ঘটনা নয় যে মাঠ থেকে তুলে নেওয়ায় হতাশ হয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছেন ফুটবলার। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাইরে যেতেই হয়েছে। কিন্তু চেলসি গোলকিপার যা করলেন তা বিশ্ব ফুটবলে অতীতে আদৌ ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে হবে। অবাক চেলসি কোচ পড়ে রাগে ফেটে পড়েন স্টেডিয়ামের মধ্যেই। একটা সময় রেগে তিনি ভিতেরই চলে যান। রবিবার কারাবাও কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে খেলতে নেমেছিল চেলসি। ম্যাচ যখন এক্সট্রাটাইমে তখন চোট পান কেপা। ম্যানেজার মারিজিও সারি তাঁর দ্বিতীয় গোলকিপার উইলি কাবালেরোকে নামাতে চেয়েছিলেন।
Kepa Arrizabalaga loses his first game as Chelsea manager??????????#CHEMCI #CarabaoCupFinal #Cityzens #chelseamancity pic.twitter.com/afmRzZIoh9
— IamDrack ???????? (@001Drackinfo) February 24, 2019
কারণ ম্যাচ যে টাইব্রেকারে গড়াবে তা ততক্ষণে বুঝে গিয়েছিলেন তিনি। এবং চোটের জন্য কেপা খেলতে পারবেন না ধরেই নিয়েছিলেন। কিন্তু গোলকিপার কেপা আরিজাবালাগাকে উঠে আসতে বললে তিনি মাঠ ছাড়বেন না বলে জানিয়ে দেন অভিব্যাক্তি দিয়ে।

ছবি: এএফপি
সারি বাধ্য হয়েই শেষ পর্যন্ত গোলকিপার পরিবর্তন করেন না। কিন্তু স্টেডিয়ামের মধ্যেই রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেন। টাইব্রেকারে হেরে যায় চেলসি। লেরয় সানের স্পটকিক বাঁচিয়ে দিয়েছিলেন কেপা। কিন্তু রহিম স্টার্লিং জয়ের গোল করে যান। চেলসিকে ৩-৪ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বছর এই কাপ জিতল সিটি।
কেপা পড়ে টুইটারে লেখেন,‘‘আমি ইচ্ছে করে কিছু করিনি। কোচকে অপমান করতে চাইনি। বা তাঁর সিদ্ধান্তকেও না। আমার মনে হয় সবটাই ভুল বোঝাবুঝির জন্য হয়েছে। কারণ তখন ম্যাচ একাট উত্তেজক পরিস্থিতিতে ছিল।''
কোচও পড়ে এটাকে ‘‘ভুল বোঝাবুঝি'' বলেই আখ্যা দিয়েছেন।
কেপা বলেন, ‘‘কোচ ভেবেছিলেন আমি খেলার মতো জায়গায় নেই। আর আমার লক্ষ্য ছিল কোচকে বোঝানো আমি ঠিক আছি। ডাক্তাররা যখন মাঠে আমার টিকিৎসা করতে এসেছিল ওদের কাছেই বার্তাটা ছিল। কিন্তু টে ছবি প্রচার হচ্ছে ওটা আমার লক্ষ্য ছিল না। আমার সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে কোচের প্রতি।''
— kepa Arrizabalaga (@kepa_46) February 24, 2019
ম্যাচ শেষে সারি জানান, যোগাযোগের সমস্যার জন্য এটা হয়েছে। তিনি বলেন, ‘‘এই পরিস্থিতিতে ওটা একটা বড় ভুল বোঝাবুঝি ছিল। ''
তিনি আরও বলেন, ‘‘আমি ভেবেছিলাম ওর সমস্যা হচ্ছে এবং পরিবর্তন দরকার। ডাক্তাররা ফেরা পর্যন্ত আমি অপেক্ষা করিনি। খুব বড় ভুলবোঝাবুঝি। আমি ভেবেছিলাম ওর পেশীতে টান ধরেছে। ও টাইব্রেকারে খেলতে পারবে না। কিন্তু তেমনটা ছিল না। ও খেলতে পারত।''