Listen to the latest songs, only on JioSaavn.com
 

করোনাভাইরাস আতঙ্কে স্থগিত রাখা হল জাপানের সব রকমের ফুটবল ইভেন্ট

Updated: 25 February 2020 19:26 IST

আপাতত জে লিগের সমস্ত ম্যাচ এবং লেভাই কাপের ম্যাচ ১৫ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত পরিস্থিতি দেখে নেওয়া হবে।

Japans J-League Postpones Games Over Coronavirus Outbreak
এতদিন জে লিগে দর্শকরা মাস্ক পরেই স্টেডিয়ামে যাচ্ছিল © এএফপি

স্থগিত রাখা হল জাপানে জে লিগের ম্যাচ। কারণ করোনা ভাইরাস আতঙ্ক। মঙ্গলবার ফুটবল ফেডারেশনের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস আক্রমণে স্থগিত রাখা হয়েছে প্রচুর ক্রীড়া ইভেন্ট। জে লিগের চেয়ারম্যান মিতসুরু মুরাই জানিয়েছেন, ‘‘আমরা আগামীকালের লেভাইন কাপের একটি খেলার সঙ্গে 15 মার্চ পর্যন্ত সব রকমের ফুটবল ইভেন্ট বাতিল করা হয়েছে। কিছুদিন আগে চিনেও বাতিল করা হয়েছে সব রকমের ফুটবল ইভেন্ট। সেখান থেকেই বিশ্বের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ক্রীড়া ইভেন্ট বাতিল হয়েছে দক্ষিণ কোরিয়া ও ইতালির কিছু অংশেও। জে লিগের ওয়েবসাইটের এক বার্তায় জানানো হয়েছে, ‘‘এই ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য যথাসম্ভব সতর্কতা নিচ্ছে।''

আগামী পাঁচ মাসের মধ্যেই শুরু হচ্ছে টোকিও অলিম্পিক। ২৪ জুলাই থেকে টোকিওতে শুরু হবে অলিম্পিক। যদিও আয়োজকরা জানিয়েছেন, গেমস বাতিল বা সময় পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই।

করোনা ভাইরাস আতঙ্কে চিন সফর বাতিল ভারতীয় মহিলা হকি দলের

অলিম্পিক ভলেন্টিয়ারদের ট্রেনিংও আপাতত বাতিল করা হয়েছে এক সপ্তাহ ধরে।

জাপানে কম করে ১৫৬ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ৭০০ জন রয়েছেন জাহাজে যা গত দু'সপ্তাহ ধরে দেশের বাইরে রাখা হয়েছে।

উহানে Olympic Boxing Qualifiers বাতিল হওয়ার পর ভারতের আয়োজনের আবেদন

জাহাজে অসুস্থ হওয়া চার জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। সোমবার মেডিক্যাল এক্সপার্টরা জাপান সরকারকে সাবধান করেছে। আগামী দিনে এই ভাইরাসের প্রকোপ আরও বাড়বে বলেই ধারণা তাঁদের। নতুন করে এই ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে।

জাপানের স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই জাপানের মানুষকে ভিড় থেকে দূরে থাকতে বলেছেন। যাতে এই ভাইরাস বেশি ছড়িয়ে না পড়ে।

Comments
হাইলাইট
  • ১৫ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হল জে লিগের ম্যাচ
  • এর আগে চিন ও দক্ষিণ কোরিয়াতেও বাতিল করা হয়েছে ইভেন্ট
  • ইতালিতেও করোনাভাইরাস আক্রমণে বাতিল হয়েছে ক্রীড়া ইভেন্ট
সম্পর্কিত খবর
করোনাভাইরাসের জন্য স্থগিত রাখা হল ভারতে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ
করোনাভাইরাসের জন্য স্থগিত রাখা হল ভারতে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ
উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বে পরীক্ষার পর্যাপ্ত  ব্যবস্থা নেই, চিন্তায় ভাইচুং ভুটিয়া
উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বে পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই, চিন্তায় ভাইচুং ভুটিয়া
২০২৭ এশিয়ান কাপের আয়োজক দেশ বেছে নেওয়ার কাজ স্থগিত রাখা হল
২০২৭ এশিয়ান কাপের আয়োজক দেশ বেছে নেওয়ার কাজ স্থগিত রাখা হল
কোভিড-১৯-এর দাপটে দেশে ফিরছেন ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলের কোচ
কোভিড-১৯-এর দাপটে দেশে ফিরছেন ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলের কোচ
ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আশাবাদী এআইএফএফ
ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আশাবাদী এআইএফএফ
Advertisement