Listen to the latest songs, only on JioSaavn.com
 

Champions League Finals: ভেন্যু হিসেবে বেছে নেওয়া হল সেন্ট পিটার্সবার্গকে

Updated: 25 September 2019 16:32 IST

UEFA Champions League final: ঘোষণা হল তিনটি ফাইনালের ভেন্যু, ২০২১-এ সেন্ট পিটার্সবার্গ, ২০২২-এ মিউনিখ ও ২০২৩-এ ওয়েম্বলিতে হবে ফাইনাল।

UEFA Announce Champions League Final Hosts For 2021, 2022 And 2023
তিনটি UEFA Champions League ফাইনালের ভেন্যু ঘোষণা হল © এএফপি

UEFA Champions League 2021 Final হবে সেন্ট পিটার্সবার্গে। ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। পরবর্তী তিনটি ফাইনালের ভেন্যুর নাম ঘোষণা করা হয়েছে। উয়েফার এক্সিকিউটিভ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২২ ফাইনাল দেওয়া হয়েছে মিউনিখকে এবং ২০২৩-এর ফাইনাল হবে ওয়েম্বলিতে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের তিনটি ফাইনালের ভেন্যু নিশ্চতি করার পিছনে উয়েফা অনেক কিছুর দিকেই লক্ষ্য রেখেছে। তার মধ্যে যেমন টিকিটের চাহিদা বা দর্শক রয়েছে তেমনই হোটেল, যানবাহন পরিষেবাও এই ভেন্যু নিশ্চিত করার আগে খতিয়ে দেখা হয়েছে। 

তার মানে ইউরোপের খুব কম শহরই এমন আছে যেখানে এই মেগা ইভেন্ট আয়োজনের ব্যবস্থা সুস্থভাবে করা যায়। 

বার্সেলোনা বনাম ভিলারিয়েল ম্যাচে চোট পেলেন Lionel Messi

উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন স্বীকার করে নেন, ‘‘এই বেছে নেওয়া ভেন্যুর গতিশীলতা ভাল। সঙ্গে হোটেল আর বাকি সব ব্যবস্থাও ভাল। আমাদের যেখানে সমস্যা এবং মনে হয় বেশিরভাগ জায়গায় একই। কখনও হোটেল সেই সুযোগ নেয়।''

তিনি আরও বলেন, ‘‘আমার বিশ্বকাপ আধঘণ্টার মধ্যে যদি কেউ সেই শহরগুলোতে গিয়ে হোটেলের দাম জানতে চান তাহলে দেখা যাবে হোটেলের দাম এখন থেকেই বাড়তে শুরু করেছে।''

FIFA Award 2019: দেখে নিন ফিফা সেরাদের তালিকা

‘‘এটাই সমস্যা কিন্তু এটার উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। সে কারণে আমরা চেষ্টা করেছি বড় শহরে করতে যেখানে অনেক হোটেল রয়েছে। এটাই আমরা করতে পারি।''

টিকিটের সংখ্যা বাড়ানোর কথায় তিনি বলেন, ‘‘এই ভেন্যুগুলো বড় শহরে, ভাল শহর, যেখানে ফ্যানদের পৌঁছতে সুবিধে হবে। এবং স্টেডিয়ামও খুব ভাল। ''

Comments
হাইলাইট
  • ২০২১ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে সেন্ট পিটার্সবার্গে
  • বুধবারই তিনটি ফাইনালের ভেন্যুর নাম ঘোষণা করা হয়েছে
  • ২০২২-এর ফাইনাল হবে মিউনিখে এবং ২০২৩-এর ফাইনাল ওয়েম্বলিতে
সম্পর্কিত খবর
করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্ব জুড়ে প্রচারে অংশ নেবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান
করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্ব জুড়ে প্রচারে অংশ নেবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান
৮২ বছর বয়সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত পেপ গুয়ার্দিওয়ালার মা
৮২ বছর বয়সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত পেপ গুয়ার্দিওয়ালার মা
করোনাভাইরাসের জন্য স্থগিত রাখা হল ভারতে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ
করোনাভাইরাসের জন্য স্থগিত রাখা হল ভারতে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ
উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বে পরীক্ষার পর্যাপ্ত  ব্যবস্থা নেই, চিন্তায় ভাইচুং ভুটিয়া
উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বে পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই, চিন্তায় ভাইচুং ভুটিয়া
২০২৭ এশিয়ান কাপের আয়োজক দেশ বেছে নেওয়ার কাজ স্থগিত রাখা হল
২০২৭ এশিয়ান কাপের আয়োজক দেশ বেছে নেওয়ার কাজ স্থগিত রাখা হল
Advertisement