Listen to the latest songs, only on JioSaavn.com
 

বার্সেলোনার হয়ে অনুশীলন শুরু গ্রিজম্যানের

Updated: 15 July 2019 22:45 IST

গত সপ্তাহেই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় এসেছেন তিনি। এই নিয়ে কম বিতর্ক হয়নি।

Antoine Griezmann Trained With His New Barcelona Teammates For 1st Time
প্রথম বারের জন্য গ্রিজম্যানের অনুশীলন নতুন সতীর্থদের সঙ্গে © এএফপি

ফরাসি স্ট্রাইকার অ্যান্তনি গ্রিজম্যান (Antoine Griezmann) সোমবার বার্সেলোনার (Barcelona) হয়ে প্রথম বারের জন্য অনুশীলন শুরু করলেন তাঁর নতুন সতীর্থদের সঙ্গে। গত সপ্তাহেই অ্যাটলেটিকো মাদ্রিদ (Atletico Madrid) থেকে বার্সেলোনায় এসেছেন তিনি। এই নিয়ে কম বিতর্ক হয়নি। বার্সেলানোর ওয়েবসাইটে জানানো হয়, প্রথম দলের যে ক'জন ছিলেন তাঁরা সবাই দিনের দুই সেশনের প্রথম সেশনে যোগ দিয়েছিলেন। এঁদের মধ্যে ছিলেন নতুনতমরাও। তাঁরা হলেন, ফ্র্যাঙ্কি ডি লং, নেটো ও অ্যান্টনি গ্রিজম্যান। আরও এক ফরাসি ফরোয়ার্ড উসমান ডেম্বেলে এবং জার্মান গোলরক্ষক মার্ক অ্যান্দ্রে তের স্টেগান— দু'জনেই ফিট হয়েছেন চোটআঘাত সারিয়ে উঠে। ডান হাঁটুর সমস্যায় ভুগছিলেন তের স্টিগেন। এদিকে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন উসমান ডেম্বেলে।

কোপা আমেরিকার পর ছুটিতে যাওয়া লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, ফিলিপ কুটিনহো, আর্থার এবং আর্টুরো ভিডাল এখনও যোগ দেননি।

বার্সায় ফিরতে মরিয়া নেইমার, স্মৃতিচারণে ‘খোঁচা' বর্তমান ক্লাব পিএসজি-কে

রবিবার রাতে বার্সেলোনার খেলোয়াড় হিসেবে উপস্থাপনা করা হয় গ্রিজম্যানকে। ২৮ বছরের খেলোয়াড়কে ১২০ মিলিয়ন ইউরোর রিলিজের অর্থের বিনিময়ে নেওয়া হয়েছে এই ক্লাবে।

অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্য এই টাকাকে ‘অপর্যাপ্ত' বলে জানিয়ে দিয়েছে। তাদের অভিযোগ, বার্সেলোনা ও গ্রিজম্যান জুলাইয়ের গোড়ায় ২০০ মিলিয়ন ইউরো থেকে দাম পড়ে যাওয়ার পরে ওই চুক্তি করে।

বার্সেলোনায় ফিরতে চান নেইমার, জানিয়ে দিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট

অ্যাটলেটিকো এই নিয়ে ফিফায় যেতে পারে, এই দাবি করেছে স্পেনের সংবাদপত্র ‘এএস'।

শনিবার জাপান যাচ্ছে বার্সেলোনা। সেখানে তারা চেলসার বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবে। তারা চারদিন পরে ভিসেল কোবের বিরুদ্ধে মাঠে ন‌ামবে তারা।(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Comments
হাইলাইট
  • অ্যান্তনি গ্রিজম্যান বার্সেলোনার হয়ে অনুশীলন শুরু করলেন
  • গত সপ্তাহেই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় এসেছেন তিনি
  • শনিবার জাপান যাচ্ছে বার্সেলোনা
সম্পর্কিত খবর
Spanish Super Cup: পিছিয়ে পড়েও মেসিদের হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ 
Spanish Super Cup: পিছিয়ে পড়েও মেসিদের হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ 
বার্সেলোনার হয়ে অনুশীলন শুরু গ্রিজম্যানের
বার্সেলোনার হয়ে অনুশীলন শুরু গ্রিজম্যানের
১২০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় অ্যান্তোনিও গ্রিজম্যান
১২০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় অ্যান্তোনিও গ্রিজম্যান
১০ বছর পর ব্যালন ডি’ওর-এ লেখা হল অন্য নাম
১০ বছর পর ব্যালন ডি’ওর-এ লেখা হল অন্য নাম
UEFA Nations League: বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখল জার্মানি
UEFA Nations League: বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখল জার্মানি
Advertisement