ছবিতে দেখুন বার্মিংহ্যাম টেস্ট
বিরাট কোহলির দুরন্ত ব্যাটিংয়ের পরেও এজবাস্টন টেস্টে 31 রানে হারল ভারত। কোহলি দুই ইনিংস মিলিয়ে মোট 200 রান করলেও, দলের বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইংল্যান্ড শেষ অবধি বাজিমাত করল। ব্যাট হাতে বিরাট কোহলি, বল হাতে রবীচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মাদের চেষ্টা জলে গেল। অসাধারণ অলরাউন্ড পারফম করে ম্যাচের সেরা ইংল্যান্ডের স্যাম কুরান। পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড এগিয়ে গেল 1-0।

এজবাস্টনে টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক জো রুট ব্যাট করার সিদ্ধান্ত নেন । (ছবি রয়টার্স)

জো রুট (156 বলে করেন 80 রান) তাঁর 41তম টেস্ট সেঞ্চুরিটি করেন। তবে রান আউটের পর ইংল্যান্ড ইনিংসে ধস নামে। (ছবি রয়টার্স)

জনি বেয়ারস্টো (70 বলে 88 রান) 72 বলে তাঁর 18তম টেস্ট সেঞ্চুরিটি পূর্ণ করেন।(ছবি রয়টার্স)

রবীচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে দুরন্ত বোলিং করেন। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর হয় 9 উইকেটে 285 রান।(ছবি রয়টার্স)

দ্বিতীয় দিনের শুরুতেই ইংল্যান্ডের প্রথম ইনিংস 287 রানে শেষ হয়। ইংল্যান্ড তাদের শেষ সাত উইকেট হারায় মাত্র 71 রানে।(ছবি রয়টার্স)

জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। তবে বিরাট কোহলি গত 2014 সফরের ব্যর্থতা ঝেড়ে স্মরণীয় ইনিংস খেলেন। (ছবি রয়টার্স)

টেলেন্ডার ব্যাটসম্যানদের নিয়ে কোহলি করেন 149 রান। প্রথম ইনিংসে ভারত করে 274 রান।(ছবি রয়টার্স)। (ছবি রয়টার্স)

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ইনিংস তাসের ঘরের মত ভেঙে পড়ে। মাত্র 87 রানের মধ্যে 7 উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ড। সেখান থেকে টেস্টে তার প্রথম হাফ সেঞ্চুরি করে দলকে রক্ষা করেন স্যাম কুরান। কুরানের এটাই তাঁর কেরিয়ারে দ্বিতীয় টেস্ট। (ছবি রয়টার্স)

ইশান্ত শর্মা দুরন্ত বোলিং করেন। টেস্টে তাঁর অষ্টম পাঁচ উইকেটের মাইলস্টোনটা পূর্ণ করেন দিল্লির এই তারকা পেসার। একই ওভারে তিনটি উইকেট নিয়ে ইংল্যান্ডকে জোর ধাক্কা দিয়েছিলেন ইশান্ত। ভারতকে জিততে হলে দ্বিতীয় ইনিংসে করতে হবে 194, হাতে থাকল দুটি উইকেট।। (ছবি রয়টার্স)

ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড মেঘলা আবহাওয়ায় ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেন। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ব্যাটসম্যানরা সমস্যায় পড়েন।। (ছবি রয়টার্স)

দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর হয় 110/5 । জিততে ভারতের চাই 84 রান, হাতে 5 উইকেট। ক্রিজে থাকলেন কোহলি,কার্তিক।। (ছবি রয়টার্স)। (ছবি রয়টার্স)

জয়ের জন্য 84 রান চাই, এই শর্তে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ফেরেন দীনেশ কার্তিক। তবে বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করে আউটের পরই হার পরিষ্কার হয়ে যায় ভারতের। ভারত অল আউট হয়ে যায় 162 রান। দ্বিতীয় ইনিংসে কোহলি করেন 51 রান। হার্দিক করেন 31 রান।। (ছবি রয়টার্স)

বেন স্টোকস টেস্টের চতুর্থ দিনে তিন উইকেট নিয়ে দলকে জেতান। ইংল্যান্ড জেতে 31 রান। পাঁচ ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে যায় ইংল্যান্ড। ম্য়াচের সেরা নির্বাচিত হন স্যাম কুরান। । (ছবি রয়টার্স)