
কঠিন সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। বৃহস্পতিবার লন্ডনে আইসিসির (ICC) বার্ষিক কনফারেন্স মিটিংয়ে রাতারাতি জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডকে (Zimbabwe Cricket Board) নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হল। যার ফলে আইসিসির (ICC) তরফে কোনও ফান্ড না পাওয়ার সঙ্গে সঙ্গে আইসিসির কোনও ইভেন্টে অংশ নিতে পারবে না জিম্বাবোয়ে ক্রিকেট। আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর (Sashank Manohar) বলেন, ‘‘আমরা কোনও সদস্যকে নির্বাসিত করার সিদ্ধান্তকে হালকাভাবে নিই না। কিন্তু আমাদের খেলাকে রাজনীতির বাইরে রাখতে হবে। জিম্বাবোয়েতে যেটা হচ্ছিল সেটা আইসিসির নিয়মকে চূড়ান্তভাবে ভাঙা হচ্ছিল। যেটা হতে দেওয়া যায় না।
আইসিসির বিশেষ পাঁচ ব্যাটসম্যানের তালিকায় রোহিত শর্মা
তিনি আরও বলেন, ‘‘আইসিসি চায় জিম্বাবোয়েতে ক্রিকেট চলুক তবে আইসিসির নিয়ম মেনেই।'' এই মিটিংয়ে আইসিসি আরও বড় কিছু সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে পুরুষ ও মহিলাদের ক্রিকেটে আহত প্লেয়ার বদলের অনুমতি দেওয়া হয়েছে। আইসিসি তাদের মিডিয়া রিলিজে জানিয়েছে, ‘‘২০১৯-এর ১ অগস্ট থেকে এই নিয়ম কার্যকরী করা হবে। পরিবর্তনের সিদ্ধান্তের ক্ষেত্রে দলের মেডিক্যাল টিম এবং ম্যাচ রেফারির অনুমতির উপর নির্ভর করবে।''
ফাইনালের বিতর্কিত ‘ওভারথ্রো' নিয়ে এবার মুখ খুলল আইসিসি
এ ছাড়া খেলার গতি ও স্লো ওভাররেটের শাস্তির আওতা থেকে বাদ দেওয়া হয়েছ অধিনায়ককে। আইসিসি জানিয়েছে, এক্ষেত্রে সব প্লেয়াররাই সমানভাবে দায়ী থাকবেন। এবং অধিনায়ক ও দলের বাকি সদস্যদের সমান জরিমানা করা হবে।