World Test Championship: ২২ অগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু ভারতের

Updated: 13 June 2019 17:22 IST

২২ অগস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু করছে ভারত।

World Test Championship: India Will Start Against West Indies On  22nd August
দু’বছর ধরে চলবে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ © এএফপি

ভারত (Indian Cricket Team) এক নম্বর টেস্ট টিম এই মুহূর্তে। তারা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC Test Championship) শুরু করবে ওয়েস্ট ইন্ডিজের (West Indies Cricket Team) বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ দিয়ে। যা শুরু হবে ২২ অগস্ট ২০১৯, অ্যান্টিগায়। অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট গ্রাউন্ডে হবে প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট হবে জামাইকার সাবিনা পার্কে ৩০ অগস্ট থেকে। আগামী দু'বছর ধরে দীর্ঘতম ফর্ম্যাটে হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। ১২টি টেস্ট খেলা দলের মধ্যে ন'টি দেশ খেলবে টেস্ট সিরিজ। বাকি আটটি দলের ছ'টির সঙ্গে খেলবে।

তার আগে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ খেলবে তিনটি টি২০ ও তিনটি ওডিআই ম্যাচ। প্রথম দুটো টি২০ ম্যাচ হবে ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে।খেলা হবে তিন ও চার অগস্ট। সেখান থেকেই দুই দল ফউড়ে যাবে গায়ানার উদ্দেশে। সেখানে শেষ টি২০টি খেলবে এই দুই দল ৬ অগস্ট গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে।

ইংল্যান্ডের আবহাওয়া পরিস্থিতি নিয়ে সংশয়ে অ্যারন ফিঞ্চ

এর পর ৮ অগস্ট দুই দল খেলবে প্রথম ওডিআই সেই একই মাঠে যেখানে শেষ টি২০ খেলবে ভারত। পরের দুটো ৫০ ওভারের ম্যাচ খেলা হবে ত্রিনিদাদে কুইন্স পার্ক ওভালে ১১ ও ১৪ অগস্ট। 

এর পর এক সপ্তাহের বিশ্রাম। দুই দল তাদের পরথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে। 

প্রতিটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট সিরিজেদুটো থেকে পাঁচটা ম্যাচ খেলতে হবে। সব দল তিনটি করে সিরিজ খেলবে তার মধ্যে তিনটি অ্যাওয়ে ও তিনটি হোম। তারা একই পরিমান টেস্ট খেলবে না।

শিখর ধাওয়ানের কভার হিসেবে ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন ঋষভ পন্থ

সব দল সর্বোচ্চ ১২০ পয়েন্ট তুলতে পারবে একটি সিরিজ থেকে। সব শেষে যে দুটো দলের সব থেকে বেশি পয়ে্ন্ট থাকবে তারা ২০২১-এর জুনে ফাইনালে খেলবে। প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে ইংল্যান্ডে। 

কোনও কোনও দল এর ফাঁকে টেস্ট সিরিজ খেলতে পারে যেগুলো এই সিরিজের মধ্যে ধরা হবে না। যে তিন দল আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ে এই চ্যাম্পিয়নশিপে খেলবে না তাদের ম্যাচ দেওয়ার জন্য আইসিসির ফিউচার প্রোগ্রামের অন্তর্গত রাখা হয়েছে। 

(তথ্য আইএএনএস))

Comments
হাইলাইট
  • আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করছে ২২ অগস্ট থেকে
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো টেস্ট খেলবে ভারত
  • ন’টি টেস্ট খেলিয়ে দল এই সিরিজে অংশ নেবে
সম্পর্কিত খবর
India vs South Africa: শেষ টেস্টে ভারতীয় দলে শাহবাজ নাদিম
India vs South Africa: শেষ টেস্টে ভারতীয় দলে শাহবাজ নাদিম
India vs South Africa, 3rd Test: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
India vs South Africa, 3rd Test: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
India vs South Africa 3rd Test: ভারতের সামনে লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ
India vs South Africa 3rd Test: ভারতের সামনে লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ
রবি শাস্ত্রী নিয়ে প্রশ্নের উত্তরে এমন কী বললেন Sourav Ganguly?
রবি শাস্ত্রী নিয়ে প্রশ্নের উত্তরে এমন কী বললেন Sourav Ganguly?
সিএবি আয়োজিত ডিনারে যোগ দিতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন সতীর্থরা
সিএবি আয়োজিত ডিনারে যোগ দিতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন সতীর্থরা
Advertisement