Listen to the latest songs, only on JioSaavn.com
 

৩৫-এ পা দিলেন ঋদ্ধিমান সাহা, শুভেচ্ছা সতীর্থদের

Updated: 24 October 2019 11:36 IST

Wriddhiman Saha, ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান বৃহস্পতিবার পা দিলেন ৩৫ বছরে।

Wriddhiman Saha Birthday: Wriddhiman Saha Turns 35, Wishes Pour In
Wriddhiman Saha দক্ষিণ আফ্রিকা সিরিজ ১২টি উইকেটের পিছনে ভূমিকা রেখেছেন © টুইটার

Wriddhiman Saha, ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান। অনেকদিন পর আবার দক্ষিণ আফ্রিকা সিরিজে ফিরেছেন দলে। যে সিরিজে দারুণভাবে সফল Indian Cricket Team। ঋষভ পন্থকে বসিয়ে তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছিল ভারতের উইকেট কিপিংয়ের দায়িত্ব। ব্যাট হাতে খুব বেশি কিছু করার প্রয়োজনও হয়নি তাঁর। টপ ও মিডল অর্ডার আগেই নিজেদের সেরাটা দিয়ে ভারতের রানকে পাহাড়ে নিয়ে গিয়েছিল। সেই ঋদ্ধিমান সাহা পা দিলেন ৩৫ বছরে। যাঁকে একটা সময় এমএস ধোনির বিকল্প বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু চোট আঘাতে জর্জরিত হয়ে বার বার ছিটকে যাওয়ায় কিছুটা পিছিয়ে পড়তে হয়েছিল। দু'বছর পর আবার তিনি ফিরলেন হাতের চোট সারিয়ে। বৃহস্পতিবার টুইটারে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনেকেই। সেই তালিকায় যেমন রয়েছেন তাঁর বাংলার সতীর্থ মনোজ তিওয়ারি তেমনই রয়েছেন ভারতীয় দলে তাঁর সতীর্থ মায়াঙ্ক আগরওয়াল।  

মনোজ তিওয়ারি টুইটারে লেখেন, ‘‘স্টাম্পসের পিছনে আমাদের সুপারম্যানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভাল খেলা চালিয়ে যাও। সামনের বছর দারুণ সাফল্য ও সুখে কাটুক। ভগবানের কৃপা থাকুক।''

মায়াঙ্ক আগরওয়াল টুইটে লেখেন, ‘‘শুভ জন্মদিন ঋদ্ধিমান, আশা করব তুমি অনেক ক্যাচ নেবে এবং আরও ভাগ্য ও সুখ আগামী বছরে ভরে থাকবে। দারুণ দিন কাটাও।''

দুবছর পর সফল প্রত্যাবর্তন হয়েছে ঋদ্ধিমান সাহার আন্তর্জাতিক ক্রিকেটে। বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামার আগে তাঁর পাশে নিজের সমর্থন নিয়ে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। 

বিরাট কোহলি বলেছিলেন, ‘‘হ্যাঁ, সাহা ফিট এবং খেলার জন্য তৈরি। ওই আমাদের হয়ে সিরিজ শুরু করবে। ওর ক্ষমতা সবার জানা। ও যখনই সুযোগ পেয়েছে ব্যাট হাতে সাফল্য পেয়েছে। এটা খুব দূর্ভাগ্যজনক যে ও চোটের জন্য বাইরে ছিল। আমার মতে, ও বিশ্বের সেরা কিপার। এই পরিস্থিতিতে ও আমাদের হয়ে শুরু করবে।''

স্টাম্পের পিছনে ঋদ্ধিমান সাহা ভারত অধিনায়কের ভরসার মান রেখেছেন। 

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে ভারত। তিন ম্যাচের সিরিজ ৩-০তে জিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান শক্তিশালী করেছে ভারতীয় ক্রিকেট দল।

Comments
হাইলাইট
  • বৃহস্পতিবার ৩৫ বছরে পা দিলেন ঋদ্ধিমান সাহা
  • দু’বছর পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলের ফিরলেন ঋদ্ধি
  • এই সিরিজে ১২টি উইকেটের পিছনে ভূমিকা রেখেছেন তিনি
সম্পর্কিত খবর
রঞ্জি ট্রফির ফাইনালের জন্য বাংলা দলে ঋদ্ধিমান সাহা
রঞ্জি ট্রফির ফাইনালের জন্য বাংলা দলে ঋদ্ধিমান সাহা
নিউজিল্যান্ড সফরের আগে রঞ্জি ট্রফি খেলায় নিষেধাজ্ঞা Wriddhiman Saha -র
নিউজিল্যান্ড সফরের আগে রঞ্জি ট্রফি খেলায় নিষেধাজ্ঞা Wriddhiman Saha -র
মুস্তাক আলি ট্রফি খেলতে পাঠানো হল ঋষভ পন্থকে
মুস্তাক আলি ট্রফি খেলতে পাঠানো হল ঋষভ পন্থকে
India vs Bangladesh:  ক্যাচ নিয়ে রোহিত শর্মাকে ছাপিয়ে গেলেন ঋদ্ধিমান সাহা, দেখুন
India vs Bangladesh: ক্যাচ নিয়ে রোহিত শর্মাকে ছাপিয়ে গেলেন ঋদ্ধিমান সাহা, দেখুন
India Vs Bangladesh: ফর্মে থাকা ভারতীয় পেসারদের জন্য পিঙ্ক বল সমস্যা নয়, বললেন ঋদ্ধিমান সাহা
India Vs Bangladesh: ফর্মে থাকা ভারতীয় পেসারদের জন্য পিঙ্ক বল সমস্যা নয়, বললেন ঋদ্ধিমান সাহা
Advertisement