Virat Kohli ও MS Dhoni জায়গা করে নিলেন উইসডেনের দশকের সেরা দলে

Updated: 25 December 2019 12:44 IST

উইসডেন নির্বাচিত দশকের সেরা টেস্ট দলের অধিনায়ক Virat Kohli ও MS Dhoni জায়গা করে নিলেন একদিনের দলে।

Virat Kohli, MS Dhoni Feature In Wisden Teams Of The Decade
Ms Dhoni ও Virat Kohli জায়গা করে নিলেন উইসডেনের ওডিআই দলে © টুইটার

ভারত অধিনায়ক Virat Kohli এবার দশকের সেরা টেস্ট দলের অধিনায়ক হিসেবে জায়গা করে নিলেন। যে দলে রয়েছে বিশ্বের সব সেরা সেরা ক্রিকেটাররা। রয়েছেন ভারতের অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট দলে রয়েছেন ভারতের এই দু'জনই। টেস্ট ক্রিকেটে ৯৪ ম্যাচে কোহলির রান ৭২০২, গড় ৫৪.৯৭। তার মধ্যে রয়েছে ২৭টি সেঞ্চুরি ও ২৫টি হাফ সেঞ্চুরি। অন্যদিকে অশ্বিন ৭০ টেস্টে ৩৬২ উইকেট নিয়েছেন যার মধ্যে রয়েছে ২৭ বার পাঁচ উইকেটের কৃতিত্ব। এ ছাড়া উইসডেন ওডিআই দলে কোহলি ছাড়াও রয়েছে ওপেনার Rohit Sharma ও MS Dhoni।

একদিনের ক্রিকেটে ভারত অধিনায়ক ২৪২ ম্যাচে ১১৬০৯ রান করেছেন, গড় ৫৯.৮৪। তাঁর ব্যাট থেকে এসেছে ৪৩টি সেঞ্‌চুরি ও ৫৫টি হাফ সেঞ্চুরি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকের সেরা ওডিআই দলের অধিনায়ক MS Dhoni

রোহিত ২২১টি একদিনের ম্যাচে ৮৯৪৪ রান করেছেন, গড় ৪৯.১৪। তার মধ্যে রয়েছে ২৮টি সেঞ্চুরি ও ৪৩টি হাফ সেঞ্চুরি। সম্প্রতি রোহিত বছর শেষ করেছেন একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান করে। সব ফর্ম্যাট মিলে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে, বিরাট কোহলির পর। আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়েও প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এই বছর রোহিতে ব্যাট থেকে এসেছে মোট ২৪৪২ রান। ওপেনার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড করে ছাপিয়ে গিয়েছেন সনথ জয়সূর্যকে।

অন্যদিকে, এমএস ধোনি দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থেকেও নিজের জায়গা হারাননি। বিশ্বকাপের পর থেকে  তাঁকে আর খেলতে দেখা যায়নি। কিন্তু তিনি জায়গা করে নিয়েছেন একদিনে দলে।। ৩৫০টি একদিনের ম্যাচে ধোনি ১০৭৭৩ রান করেছেন। তার মধ্যে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ৭৩টি হাফসেঞ্চুরি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকের সেরা টেস্ট দলের অধিনায়ক Virat Kohli

এই দল নির্বাচন করেছেন, লরেন্স বুথ, জো হার্মান, জন স্টার্ন, ফিল ওয়াকার ও জস রানা।

উইসডেনের এই দশকের টেস্ট দল

অ্যালেস্টার কুক (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুমার সঙ্গাকারা (শ্রীলঙ্কা), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), কাগিসো রাবাডা (দক্ষিণ আফ্রিকা), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।

উইসডেনের এই দশকের ওডিআই দল

রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), জোস বাটলার (ইংল্যান্ড), শাকিব আল হাসান (বাংলাদেশ), এমএস ধোনি (ভারত), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)।

Comments
হাইলাইট
  • উইসডেন নির্বাচিত দশকের সেরা টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি
  • টেস্ট দলে দ্বিতীয় ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন
  • একদিনের দলে জায়গা করে নিয়েছেন এমএস ধোনি ও রোহিত শর্মা
সম্পর্কিত খবর
"আরও ২-৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই," বললেন বিরাট কোহলি
"আরও ২-৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই," বললেন বিরাট কোহলি
প্রথম টেস্টের আগে ফিট হয়ে যাবেন ইশান্ত শর্মা, ইঙ্গিত বিরাট কোহলির
প্রথম টেস্টের আগে ফিট হয়ে যাবেন ইশান্ত শর্মা, ইঙ্গিত বিরাট কোহলির
ইনস্টাগ্রামে রেকর্ড করে ফ্যানদের ধন্যবাদ জানালেন বিরাট কোহলি, দেখুন ভিডিও
ইনস্টাগ্রামে রেকর্ড করে ফ্যানদের ধন্যবাদ জানালেন বিরাট কোহলি, দেখুন ভিডিও
রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি, এ বার ইনস্টাগ্রামে
রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি, এ বার ইনস্টাগ্রামে
​ইনস্টাগ্রামে বিরাট কোহলির সঙ্গে ছবি পোস্ট করে কী লিখলেন Anushka Sharma
​ইনস্টাগ্রামে বিরাট কোহলির সঙ্গে ছবি পোস্ট করে কী লিখলেন Anushka Sharma
Advertisement